পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শুক্রবার রাতে হামলার শিকার হন বেশ কয়েকজন শিক্ষার্থী। যার প্রতিবাদে এবার গাজীপুরে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে সরকার পতনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। আজ শনিবার ( ৮ ফেব্রুয়ারি ) দুপুর ১ টায় রাজবাড়ি মাঠে বিক্ষোভ সমাবেশ হবে বলে জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এতে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ অংশ নেবেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত ২টায় নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকউন্ট থেকে এ প্রসঙ্গে একটি পোস্ট দেন সারজিস। পোস্টে তিনি লেখেন, গাজীপুরে আজকেই (শনিবার) হবে আওয়ামী সন্ত্রাসীদের শেষ দিন। আমরা আসছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটির ফেসবুক পোস্টে বলেছে, গাজীপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকদের ওপর আওয়ামী...
ছাত্রদের ওপর মোজাম্মেল বাহিনীর হামলা, গাজীপুরে বিশাল বিক্ষোভ সমাবেশ

‘আপাতত এ পর্যন্তই থামুন’, সাংবাদিক ইলিয়াসের পোস্ট
অনলাইন ডেস্ক

শেখ হাসিনার ভাষণের পর সারা দেশে ভাঙচুর ও অগ্নিসংযোগকারী বিক্ষুব্ধ জনতার উদ্দেশে প্রবাসী সাংবাদিক ইলিয়াস তার ব্যাক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন। আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) তার দেয়া পোস্টে তিনি লিখেছেন, ‘প্রিয় দেশবাসী, আপাতত এপর্যন্তই থামুন, নতুন করে কোন ধরনের ভাঙাভাঙি থেকে বিরত থাকার অনুরোধ থাকলো। আমার বিশ্বাস সরকার আওয়ামী লীগের ব্যাপারে আর নমনীয়তা দেখবে না।' উল্লেখ্য,গত ৫ ফেব্রুয়ারি বুধবার ভারত থেকে শেখ হাসিনার দেয়া ভাষণের পর ধানমন্ডি-৩২ সহ সারাদেশে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। তাদের থামার আহ্বান আসে বিভিন্ন মহল থেকে। news24bd.tv/NS
এখানেই থেমে যাওয়া উচিত: ড. মিজানুর রহমান আজহারী
অনলাইন ডেস্ক

জাতিকে পুনর্গঠনের আহ্বান জানিয়ে ইসলামী আলোচক ড. মিজানুর রহমান আজহারী লিখেছেন, মবোক্রেসি দেশকে অস্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে পারে। এখানেই থেমে যাওয়া উচিত। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে মিজানুর রহমান আজহারী তার ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টে এমন মন্তব্য করেন। তার ফেসবুক পোস্টে তিনি লেখেন, মবোক্রেসি দেশকে অস্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে পারে। এখানেই থেমে যাওয়া উচিত। ইংরেজিতে তিনি লিখেন- `Lets rebuild our nation। এসময় এই পোস্টের মন্তব্যে তিনি লেখেন, এমন অদূরদর্শীপনায় যেন মত্ত না হই, যা আমাদের এগিয়ে চলার পথকে রুদ্ধ করে দেয়। কোথায় থামতে হবে এটা বোঝাও অনেকটা পথ পাড়ি দেওয়ার সহায়ক। সবশেষ তিনি লেখেন, দেশকে এগিয়ে নিতে চাইলে, অভ্যুত্থানের ফসল ঘরে তুলতে চাইলে প্লিজ, এবার শান্ত হোন!...
থামুন! শান্ত হোন: মাহফুজ আলম
অনলাইন ডেস্ক

থামুন! শান্ত হোন। সরকারকে কাজ করতে দিন। বিচার ও সংস্কার হবেই। আমি জানি এ উত্তপ্ত মৌসুমে কেউ থামতে বলবে না আপনাদের। কিন্তু, আপনারা গালি দিলেও বলব, থামুন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে নিজের ফেসবুক পোস্টে এসব কথা বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। পোস্টে আরও বলেন, জনগণ এবার রাজনৈতিকভাবে শিক্ষিত হবার সুযোগ পেয়েছে। এখন গঠনমূলক রাজনীতির সময়। উত্তম বিকল্প দেখানোর সময়। প্রতিরোধের প্রয়োজনেই দরকার নিজেদেরকে প্রশিক্ষিত, প্রাজ্ঞ ও স্থির করে তোলা। মাহফুজ আলম বলেন, এটা দীর্ঘমেয়াদী লড়াই। প্রস্তুতি নিন, হঠকারিতা করবেন না। অভ্যুত্থানের ফসল নষ্ট করবেন না। শত্রুরা আপনাদের যেভাবে দেখতে ও দেখাতে চায়, সেপথে না যাওয়াই এদেশের জন্য ভালো। তিনি আরও বলেন, হাসিনার দিয়ে যাওয়া ট্রমা যেন আপনাদের উপর ছায়া না ফেলে। আমরা একটা নূতন সমাজ ও রাষ্ট্র গড়বই।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর