বান্দরবানের আলীকদম সীমান্তে বাড়ছে রোহিঙ্গা অনুপ্রবেশের সংখ্যা। আজও বাংলাদেশে অনুপ্রবেশকালে ৩৩ মিয়ানমারের নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৮ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টায় আলীকদম উপজেলা সদরের আমতলী এলাকা থেকে তাদের আটক করে বিজিবি ৫৭ ব্যাটেলিয়ন। আটকদের মধ্যে ৯ জন নারী, ১০ জন পুরুষ ও ১৪ জন শিশু। তারা সবাই রোহিঙ্গা ও মিয়ানমারের নাগরিক। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়ে উপজেলার সদরের আমতলী আশ্রয়ণ প্রকল্প কার্যালয়ে অবস্থান নেয় রোহিঙ্গারা। খবর পেয়ে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে মিয়ানমারের ৩৩ জন রোহিঙ্গা নাগরিককে আটক করে। আলীকদম ৫৭ বিজিবি নায়েক সুবেদার আব্দুর রাজ্জাক জানান, আটকদের প্রয়োজনীয় খাবার-পানিয় দিয়ে বিজিবি হেফাজতে রাখা হয়েছে। সীমান্তপথে পুনরায় পুশব্যাক করা হবে তাদের। ফেরত পাঠানোর...
বাংলাদেশে অনুপ্রবেশকালে ৩৩ রোহিঙ্গা আটক
অনলাইন ডেস্ক

মাঘের শেষে শৈত্যপ্রবাহের কবলে চুয়াডাঙ্গা
জামান আখতার, চুয়াডাঙ্গা

মাঘের শেষ ভাগে এসে শৈতপ্রবাহের কবলে পড়েছে চুয়াডাঙ্গাবাসী। শনিবার সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ফলে শীতে কাবু হয়েছে জেলার নিম্ন আয়ের মানুষ। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, শুক্রবার ও শনিবার জেলার তাপমাত্রা অনেকটা কমে যায়। শুক্রবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৪ ও শনিবার ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়। তবে বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মেলায় কিছুটা স্বস্তি ফেরে জনজীবনে। চুয়াডাঙ্গা বড়বাজার এলাকায় কথা হয় ভ্যানচালক আনছার আলীর সাথে। তিনি বলেন, শীতের শেষে এসেও ঠান্ডার কষ্ট জানান দিয়ে যাচ্ছে। এতে তাদের মতো শ্রমজীবীরা বিপাকে পড়ছেন। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রকিবুল হাসান বলেন, আগামী ২/৩ তিন শীতের তীব্রতা থাকবে। এরপর তাপমাত্রা কিছুটা বাড়বে। news24bd.tv/তৌহিদ...
একরাতে চার বাড়িতে চুরি
বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলায় একরাতে চার বাড়িতে চুরি হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার উত্তর রাজাপুর গ্রামে এই চুরির ঘটনা ঘটে। চোরেরা এসব বাড়ি থেকে দুই লাখ টাকার মালামাল নিয়ে গেছে। শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার উত্তর রাজাপুর গ্রামের ইব্রাহীম হাওলাদার, সুলতান হাওলাদার, আলমগীর হাওলাদার ও রেনু বেগমের বাড়িতে হানা দেয় চোরেরা। এসময় এসব বাড়িতে কোনো লোকজন ছিলেন না। গ্রামে অনুষ্ঠিত একটি মাহফিলে গিয়েছিলেন সবাই। এই সুযোগে সংঘবদ্ধ চোরেরা সিঁদ কেটে ও ঘরের দরজা ভেঙে একে একে চার বাড়ি থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ প্রায় দুই লাখ টাকার মালামাল নিয়ে যায়। চুরির খবর পেয়ে পুলিশ ওইসব বাড়িতে খোঁজখবর নিয়েছে। চোর শনাক্তের চেষ্টা চলছে। ভুক্তভোগীদের থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।...
ট্রেনে কাটা পড়ে পাবনায় অজ্ঞাত যুবকের মৃত্যু
অনলাইন ডেস্ক

পাবনার ভাঙ্গুড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ভাঙ্গুড়া পৌর এলাকার বড়ালব্রিজ স্টেশনের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-রাজশাহী রেলপথের ভাঙ্গুড়া উপজেলার বড়ালব্রিজ স্টেশনের বড়ালব্রিজের পশ্চিম পাশে সকালের দিকে নীল সাগর এক্সপ্রেসে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ভাঙ্গুড়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অজ্ঞাতনামা যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি। এ বিষয়ে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনার বিষয়ে আমরা রেলওয়ের জিআরপি পুলিশকেও খবর দিয়েছি।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর