বিএনপি ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত বলে জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। বিএনপি সারা দেশে ঐক্যবদ্ধ আছে বলেও জানান তিনি। শনিবার (৮ ফেব্রুয়ারি) কুমিল্লার দাউদকান্দিতে বিএনপির গণসমাবেশে এ কথা বলেন তিনি। এসময় তিনি আরও বলেন, গণহত্যকারীদের এখনও বিচারের আওতায় আনা হয়নি। তারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বিদেশে বসে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করার অপচেষ্টা চলছে। ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবেলা করার আহবান জানান তিনি। শুধু জাতীয় সংসদ নির্বাচন নয়, স্থানীয় পর্যায়েও নেতৃত্ব গ্রহণের জন্য তৃণমূল নেতাকর্মীদের যোগ্যতা অর্জনের আহ্বান জানান বিএনপি নেতা। বিগত ১৫ বছর দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আন্দোলন করেছি বলেও উল্লেখ করেন তিনি। কোনো রকমের ষড়যন্ত্র দেশের সবাইকে নিয়ে মোকাবিলা করা হবে বলেও জানান তিনি।...
বিএনপি ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত: খন্দকার মোশাররফ
নিজস্ব প্রতিবেদক

দেশব্যাপী জনসভা করার ঘোষণা দিলো বিএনপি
অনলাইন ডেস্ক

আগামী ১১ ফেব্রুয়ারি তারিখ থেকে দেশব্যাপী জনসভা করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর আওতায় ১০ দিনে দেশের ৬৪ জেলায় এই জনসভা করবে দলটি। শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের পক্ষে এক জরুরি সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে,তাকে আইনের আওতায় না আনতে পারা সরকারের ব্যর্থতা। আরও পড়ুন হোটেল রুমে গোপন ক্যামেরা আছে কিনা মোবাইল দিয়ে শনাক্ত করবেন যেভাবে ০৮ ফেব্রুয়ারি, ২০২৫ রিজভী আরও বলেন, বিএনপি সরকারকে সফল দেখতে চায়, তবে এই সরকার সফল হতে চায় কিনা সেটা তাদেরই ভাবতে হবে। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ এখনও ফ্যাসিস্টের পক্ষের পুলিশ সদস্যদের...
শেখ হাসিনা দালাইলামা নন, ভারতের উচিত তাকে সমর্থন বন্ধ করা : দ্য প্রিন্ট
অনলাইন ডেস্ক

১৯৫০ সালে চীনা সৈন্যরা তিব্বতী স্বাধীনতাকামীদের উপর অভিযান চালালে ১৯৫৯ সালে দালাইলামা তার সমর্থকসহ ভারতে পালিয়ে এসে বর্তমানে নির্বাসিত জীবনযাপন করছেন। অনেকে শেখ হাসিনাকেও ভারতে আশ্রয় দেওয়ার ব্যাপারে দালাইলামার উদাহরণ টানেন কিন্তু শেখ হাসিনা তো দালাইলামার মতো চরিত্রের নন। দ্য প্রিন্ট এ নিয়ে বিশেষ প্রতিবেদন করেছে। শিরোনাম, Sheikh Hasina is no Dalai Lama, India must stop supporting her. China is cosying up। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তিনিই দেশের এই ক্রান্তিলগ্নের ১৮০তম দিনেই সোশ্যাল মিডিয়ায় লাইভে ভাষণ দেওয়ার ঘোষণা দেন শেখ হাসিনা। তার এই ঘোষণা বাংলাদেশের ছাত্র-জনতার মধ্যে ক্ষোভ সঞ্চারিত করে। এরপরই ভাঙা হয় ৩২ নম্বর বাড়িটি। বাড়িটি ভাঙার সাথে সাথে যারা হাততালি, উল্লাস ও সেলফি তুলছিলেন তাদের মধ্যে দেশের ইংরেজি-শিক্ষিত মধ্যবিত্ত এবং শহুরে মানুষও...
যুক্তরাষ্ট্রে নারী নেত্রীদের সঙ্গে ব্যারিস্টার জায়মা রহমানের বৈঠক
অনলাইন ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রে উইমেনস ফেলোশিপ ফাউন্ডেশনের নেত্রী রেবেকা ওয়াগনার ও অন্য সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জায়মা রহমান। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে গতকাল শুক্রবার এ তথ্য জানানো হয়। বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক, আন্তর্জাতিক সহযোগিতা এবং বিশ্ব শান্তি ও সমৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে বলে জানানো হয়েছে। এর আগে ব্যারিস্টার জায়মা রহমান যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে (জাতীয় প্রার্থনা প্রাতঃরাশ) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি হিসেবে যোগ দেন। গত ৫ ও ৬ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে এ ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠিত হয়।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর