হেফাজতে ইসলাম ও কওমী ওলামা পরিষদের নেতাকর্মীদের আপত্তির মুখে স্থগিত হওয়া টাঙ্গাইলের মধুপুরে লালন স্মরণোৎসবের তারিখ অবশেষে সমঝোতার মাধ্যমে নির্ধারণ করা হয়েছে। অনুষ্ঠানটি আগামী রোববার (২৩ ফেব্রুয়ারি) মধুপুর অডিটোরিয়ামে রাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সমঝোতা বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গত ১২ ফেব্রুয়ারি মধুপুর বাসস্ট্যান্ডে লালন স্মরণোৎসব হওয়ার কথা ছিলো। হেফাজতে ইসলাম ও কওমী ওলামা পরিষদের আপত্তির মুখে অনুষ্ঠানটি স্থগিত ঘোষণা করে আয়োজক কমিটি। জানা যায়, লালন সাঁইয়ের ১৩৪তম তিরোধান দিবস উপলক্ষে গত বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮টায় মধুপুর বাসস্ট্যান্ড এলাকায় মধুপুর লালন সংঘের আয়োজনে লালন স্মরণোৎসব-২০২৫ অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। এতে প্রধান অতিথি হিসেবে মধুপুর উপজেলা...
অবশেষে অনুমতি পেলো মধুপুরে স্থগিত হওয়া লালন স্মরণোৎসব
টাঙ্গাইল প্রতিনিধি

বিমানবন্দরে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা

চাঁদপুরের শাহরাস্তি পৌর আওয়ামী লীগের সভাপতি আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েলকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার এ তথ্য নিশ্চিত করেন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের বিরুদ্ধে উস্কানিমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। জুয়েল শাহরাস্তি পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের মুন্সিবাড়ির মৃত নজিবুল হক চৌধুরীর ছেলে। ২০২২ সালের নভেম্বরে তিনি পৌর আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। বিগত সময়ে উপজেলা যুবলীগের আহ্বায়ক থাকাকালীন তার বিরুদ্ধে ডাকাতিয়া নদীর বালি উত্তোলন ও উন্নয়নমূলক প্রকল্পে টেন্ডার সিন্ডিকেট নিয়ন্ত্রণসহ বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)...
আলেমদের বিরুদ্ধে দাঁড়াবেন না: আজহারি
অনলাইন ডেস্ক

এ দেশের আসল পরিচয় হলো ইসলাম। যারা ইসলামের কথা বলে, যারা কুরআনের কথা বলে, এরা ধর্ম ব্যবসায়ী নয়। আলেমদের বিরুদ্ধে দাঁড়াবেন না। আলেমবিদ্বেষী হবেন না। তাহলে দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। নিজেকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাবেন না। আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে লাখো জনতার উদ্দেশে জনপ্রিয় ইসলামী স্কলার ও গবেষক ড. মিজানুর রহমান আজহারি এসব কথা বলেন। তিনি বলেন, ইসলাম ছাড়া আমরা অন্য কিছু মানি না, মানব না। ইসলামবিরোধী কোনো মতবাদ মানব না। ইসলাম আছে, ইসলাম থাকবে। যারা ইসলামকে মাটির নিচে পুঁতে রাখতে চায়, ওরা জানে না ইসলামের ধর্ম কী। ইসলাম চারা বীজের মতো, ইসলামকে জমিনে গেড়ে দিলে শাখা-প্রশাখার মতো আসমানের দিকে উঠে যায়। ড. মিজানুর রহমান আজহারি মঞ্চে এসে উপস্থিত হলে আয়োজক কমিটি আল ইসলাম ট্রাস্ট, বিএনপি এবং বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের পক্ষ...
খরা মৌসুমেও হু হু করে বাড়ছে তিস্তার পানি, ৪৮ ঘণ্টার কর্মসূচি
লালমনিরহাট প্রতিনিধি

খরা মৌসুমে হঠাৎ তিস্তার পানি হু হু করে বৃদ্ধি পাচ্ছে। জেগে থাকা বালুচরগুলো নিমিষেই তলিয়ে যাচ্ছে হচ্ছে। অপরদিকে তিস্তার পানি ন্যায্য হিসাব দাবি আদায়ে তিস্তা পাড়ে আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি ৪৮ ঘণ্টা অবস্থান কর্মসূচি ঘোষণা করা হবে। অপরদিকে তিস্তা পানি বৃদ্ধিতে ব্যারাজের ৬টি জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টার পর থেকে তিস্তা ব্যারাজ পয়েন্টে তিস্তার পানিপ্রবাহ বৃদ্ধি পাচ্ছে। আজ শনিবার বিকেল ৬টায় তিস্তা ব্যারাজ পয়েন্টে তিস্তার পানিপ্রবাহ রেকর্ড করা হয়েছে ৫০ দশমিক১০ সেন্টিমিটার (স্বাভাবিক ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার) বলে জানান পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। পানি বৃদ্ধিতে তিস্তা পাড়ের কৃষকরা আশঙ্কায় রয়েছেন। তিস্তার জেগে ওঠা বালুচরের রসুন, পেঁয়াজ, মিষ্টি কুমড়া, ডাল-বাদাম সহ অন্যান্য ফসল নষ্ট...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর