চট্টগ্রামের লোহাগাড়া এলাকায় হাতির আক্রমণে সোনারজান বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় উপজেলার চুনতি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ফারাঙ্গা মন্দুলার চর ইউনুছের দোকানের সামনে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ডলু বিট কর্মকর্তা মোহাম্মদ রাকিব। নিহত সোনারজান বেগম ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ফারাঙ্গা এলাকার মোহাম্মদ আবুর স্ত্রী এবং দুই সন্তানের জননী। পরিবার জানায়, সন্ধ্যায় নিজ বাড়িতে যাওয়ার সময় স্থানীয় ইউনুছের দোকানের সামনে সোনারজান বেগমের ওপর দলছুট হাতি আক্রমণ করে। ডলু বিট কর্মকর্তা মোহাম্মদ রাকিব বলেন, হাতির আক্রমণে নারীর মৃত্যুর ঘটনা সত্য। ঘটনাটি লোকালয়ে হয়েছে, নাকি ফরেস্ট এলাকায় হয়েছে তার তদন্ত ইতোমধ্যে প্রক্রিয়াধীন। ঘটনা যদি লোকালয়ে হয়ে থাকে, তাহলে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া...
লোহাগাড়ায় হাতির আক্রমণে প্রাণ গেল নারীর

কোম্পানীগঞ্জ থানার ১৩ পুলিশ সদস্য ক্লোজড
সিলেট প্রতিনিধি

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সিলেটের কোম্পানীগঞ্জ থানার ১৩ পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। এর মধ্যে দুইজন এসআই, দুইজন এএসআই ও ৯ কনস্টেবল রয়েছেন। আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান। তিনি জানান, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কোম্পানীগঞ্জ থানার এসআইসহ ১৩ পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্তের পরে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। news24bd.tv/SHS
ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, ১০ কিমি যানজট
অনলাইন ডেস্ক

নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার কলেজের কার্যক্রম বন্ধ এবং শিক্ষার্থীদের অন্যত্র স্থানান্তরের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদে সড়ক অবরোধ করেছে কলেজের শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি উপেক্ষা করে সরকার কলেজটির কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত নেয়। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১২টা থেকে নরসিংদীর সাহেপ্রতাপ এলাকায় সড়ক অবরোধের ফলে ঢাকা-সিলেট মহাসড়কের অন্তত ১০ কিলোমিটার অঞ্চলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শিক্ষার্থীরা জানান, তারা দীর্ঘদিন ধরে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে বস্ত্র অধিদপ্তরের অধীনে নিয়ে পাঠদানের দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু সরকার তাদের দাবি আমলে না নিয়ে কলেজটির কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে এবং শিক্ষার্থীদের টাঙ্গাইলের কালিহাতি ইঞ্জিনিয়ারিং কলেজে স্থানান্তরের পরিকল্পনা করেছে।...
পাবনায় ইট বোঝাই ট্রলির ধাক্কায় সিএনজির ২ যাত্রী নিহত
পাবনা প্রতিনিধি

পাবনা সাঁথিয়ায় উপজেলায় ইটবোঝাই ট্রলির ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার ২ জন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ (মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ঢাকা-পাবনা মহাসড়কের চাকলা মহিষকোলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বগুড়া জেলার শেরপুর উপজেলার পুকুরা পাড়া এলাকার মৃত বাদশার ছেলে মো. মামুন হোসেন (৩২) ও পাবনার আমিনপুর থানার চর কান্দি এলাকার প্রশান্ত মিস্ত্রীর স্ত্রী ননিতা রাণী (৪৫)। আহতদের পরিচয় পাওয়া যায়নি। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, সিএনজিটি পাবনার কাশীনাথপুর থেকে যাত্রী নিয়ে বেড়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে পেছন থেকে ইট বোঝাইকৃত একটি ট্রলি ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং দুইজন আহত হন।...