এবারই প্রথম দুই পর্বে তিনটি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে ৫৮তম বিশ্ব ইজতেমা। এ ছাড়া এই প্রথম ইজতেমা ময়দানে পালিত হয়েছে পবিত্র শবেবরাত। রোববার (১৬ ফেব্রুয়ারি) টঙ্গীর তুরাগ নদের তীরে সকাল দুপুর ১২টার মধ্যে অনুষ্ঠিত হবে ইজতেমার আখেরি মোনাজাত। ইজতেমার শেষ পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে ঢাকা, গাজীপুরসহ সারাদেশ থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা দলে দলে ইজতেমা ময়দানে আসছেন। এ পর্বের আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। ইজতেমার দ্বিতীয় দিন শনিবারও (১৫ ফেব্রুয়ারি) দিনভর লাখ লাখ মুসল্লির পদচারণা ছিল ইজতেমা ময়দানে। দিনব্যাপী জিকির-আসকার-বয়ান, ইবাদত-বন্দেগি, আল্লাহু আকবার ধ্বনি, পবিত্র কোরআন-হাদিসের আলোকে বয়ানের মধ্য দিয়ে আজকের দিনি অতিবাহিত হয়েছে। তবে এ পর্বে আখেরি মোনাজাত আরবি ও উর্দুতে পরিচালনা করার কথা...
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে বিশ্ব ইজতেমা
অনলাইন ডেস্ক

তিন দিনের সফরে কুয়েত যাচ্ছেন সেনাপ্রধান
অনলাইন ডেস্ক

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) তিন দিনের সফরে কুয়েত যাচ্ছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। সফরকালে সেনাবাহিনীর প্রধান কুয়েত সরকারের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনী সংশ্লিষ্ট দ্বিপক্ষীয় সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন। আইএসপিআর জানায়, এই সফরের মাধ্যমে কুয়েতে বাংলাদেশ থেকে দক্ষ জনবল নিয়োগ এবং অপারেশন কুয়েত পুনর্গঠনে (ওকেপি) নিয়োজিত বাংলাদেশি সদস্যদের মনোবল বৃদ্ধিসহ কুয়েত সশস্ত্র বাহিনীর সঙ্গে সম্পর্ক আরো জোরদার হবে বলে আশা করা যাচ্ছে। news24bd.tv/AH
ঢাকা মহানগর নাট্যোৎসব প্রসঙ্গে যা জানালো ডিএমপি
অনলাইন ডেস্ক

ঢাকা মহানগর নাট্যোৎসব ২০২৫ স্থগিত প্রসঙ্গে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের পর ডিএমপি একটি বিবৃতি দিয়েছে। এই বিবৃতিতে তারা জানিয়েছে,ঢাকা মহানগর নাট্যোৎসব ২০২৫ স্থগিত সম্পর্কে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিবৃতি ডিএমপির দৃষ্টি আকর্ষণ করেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এই নাট্যোৎসব বন্ধ করা বা স্থগিত করা সম্পর্কে কোন নির্দেশনা দেওয়া হয়নি বলে এই বিবৃতিতে উল্লেখ করা হয়। বিবৃতিতে আরও বলা হয়, যেকোনো ধরনের সৃজনশীল ও শৈল্পিক কর্মকাণ্ডকে ডিএমপির পক্ষ থেকে সবসময় উৎসাহিত করা হয়। কিন্তু কী কারণে আলোচ্য নাট্যোৎসব স্থগিত হয়েছে ডিএমপির বোধগম্য হয়নি। আরও উল্লেখ করা হয়, নাট্যোৎসব ঘিরে যে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে ডিএমপি তৎপর রয়েছে। news24bd.tv/SC...
আগে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে জাতীয় নাগরিক কমিটি
অনলাইন ডেস্ক

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে গণমাধ্যমের সামনে মন্তব্য করেছেন। তিনি নতুন সংবিধান প্রণয়ন এবং গণপরিষদ নির্বাচন দেওয়ার বিষয়ে আহ্বান জানিয়েছেন। নাসীরুদ্দীন বলেন, ঐকমত্য কমিশনের বৈঠকে আমরা নতুন সংবিধান, আওয়ামী লীগের দৃশ্যমান বিচার এবং গণপরিষদ নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছি। তিনি আরও জানান, এ মাসেই নতুন একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হবে, যা নতুন সংবিধান রচনার লড়াইয়ের জন্য গঠিত হবে। এ সময় নির্বাচনী ইস্যু নিয়ে তিনি জানান, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পক্ষে তিনি মত প্রকাশ করেন। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম জানান, ফ্যাসিবাদের দোসররা যদি বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে পুনর্বাসিত হয়, তবে আমরা...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর