ত্রয়োদশ জাতীয় সংসদ উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় প্রার্থী ঘোষণার ব্যাপারে ডা. শফিকুর বলেন, জাতীয় সংসদ নির্বাচনের জন্য আমরা অফিশিয়ালি এখনো কোনো প্রার্থী ঘোষণা করিনি। এটা আমাদের প্রাথমিক বাছাই। রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট নগরের দরগাহ গেটের শহীদ সুলেমান হলে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, নির্বাচন এখনো অনেক দূর। ইলেকশন যখন কাছে আসবে তখন আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব। তখন যাদের বিভিন্ন আসনে মনোনয়ন হবে তারাই প্রার্থী হবেন। নির্বাচনের পরিবেশ তৈরি হচ্ছে কি না এমন প্রশ্নে তিনি বলেন, নির্বাচন তো আমরা সবাই চাই। পরিবেশ তো তৈরি করতেই হবে। তবে তার আগে আমরা দুটি জিনিস চেয়েছি।মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন হলে সেটা নির্বাচনের জেনোসাইড হবে...
জামায়াত এখনো অফিশিয়ালি প্রার্থী ঘোষণা করেনি: জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক

‘অপারেশন ডেভিল হান্ট’ নিয়ে যা বললেন মাওলানা ইউনুছ আহমাদ
অনলাইন ডেস্ক

অপারেশন ডেভিল হান্টে যেন আইনের ব্যত্যয় না ঘটে সেই বিষয়ে সতর্ক থাকতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। তিনি বলেন, একটি নির্মম স্বৈরশাসনের অবসানের পরে দেশকে স্থিতিশীল করতে এবং জনশৃংখলা ফিরিয়ে আনতে ডেভিলদের নিধন করা অপরিহার্য কাজ ছিল। সরকার দেরিতে হলেও সেই কাজ শুরু করেছে; সেজন্য তাদের ধন্যবাদ জানাচ্ছি। রোববার (৯ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর পুরানা পল্টন কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সচিব পর্ষদের এক সভায় এসব তিনি এ কথা বলেন। মাওলানা ইউনুছ আহমাদ বলেন, আমরা মনে করি, বিপ্লবের পরে স্বৈরাচারের বিচারের দায়িত্ব সরকারকেই নিতে হয়। সেজন্য অপারেশন ডেভিল হান্ট একটি কার্যকর পদক্ষেপ হবে বলে আমরা আশা করি। তবে একই সঙ্গে একটি বিষয়ে সতর্ক করতে চাই যে, কোনো অবস্থাতেই আইনের শাসনের ব্যত্যয় যেন না...
নওগাঁর ৫ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা
নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে একের পর এক সংসদীয় আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করছে জামায়াতে ইসলামী। এরই ধারাবাহিকতায় নওগাঁর ৫টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে সংগঠনটি। রোববার (৯ ফেব্রুয়ারি) এই তথ্য নিশ্চিত করেছেন নওগাঁ জেলা জামায়াতের আমির খন্দকার মুহাম্মদ আব্দুর রাকিব। তিনি জানান, কেন্দ্রীয় সিদ্ধান্তের মাধ্যমেই দলের প্রার্থী ঘোষণা করা হয়। কেন্দ্র থেকে নওগাঁর ছয়টি আসনের মধ্যে পাঁচটি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে। এর মধ্যে নওগাঁ-১ আসনে জামায়াতের কেন্দ্রীয় কমিটির কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাহবুবুল হক; নওগাঁ-২ আসনে জেলা জামায়াতের নায়েবে আমির ইঞ্জিনিয়ার এনামুল হক; নওগাঁ-৪ আসনে জেলা জামায়াতের আমির খন্দকার মুহাম্মদ আব্দুর রাকিব; নওগাঁ-৫ (নওগাঁ সদর) আসনে জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আ স ম সায়েম; নওগাঁ-৬ আসনে আত্রাই উপজেলা জামায়াতের আমির...
মৌলিক সংস্কার না করে নির্বাচন দিলে তা সুষ্ঠু হবে না: জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক

বর্তমান পরিস্থিতি নির্বাচন দেওয়ার মতো নয় উল্লেখ করে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কিছু মৌলিক সংস্কার করা না হলে নির্বাচন সুষ্ঠু হবে না। এ অবস্থায় নির্বাচন দিলে এটি হবে নির্বাচনের গণহত্যা। রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট নগরের দরগাহ গেটের শহীদ সুলেমান হলে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। নির্বাচনের পরিবেশ তৈরি হচ্ছে কি না এমন প্রশ্নে তিনি বলেন, নির্বাচন তো আমরা সবাই চাই। পরিবেশ তো তৈরি করতেই হবে। তবে তার আগে আমরা দুটি জিনিস চেয়েছি। মৌলিক কিছু সংস্কার করা না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এ অবস্থায় যদি নির্বাচন দেওয়া হয় এটি নির্বাচনের গণহত্যা হবে। আমরা এটা চাই না। বরং গণহত্যার পর এখন একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে তারপর...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর