পিরোজপুরের মঠবাড়িয়ায় বউ তালাক দেওয়ায় শাশুড়িকে দা দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে জামাতা খোকন হাওলাদারের বিরুদ্ধে। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে গিলাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর জখম শাশুড়ি হামিদা আক্তার রিজভীকে (৬০) বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত হামিদা আক্তারের মেয়ে মাছুমা বেগম (৩৫) বাদী হয়ে সাবেক স্বামী খোকনকে আসামি করে থানায় হত্যাচেষ্টার মামলা দায়ের করেছেন। রোববার (৯ ফেব্রুয়ারি) খোকনকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ জেলে পাঠিয়েছে। খোকন উজিরপুর উপজেলার ভাসানচর গ্রামের মৃত মো. ওসমান গণির ছেলে। আহত হামিদা আক্তারের ভাসুরের ছেলে মো. হুমায়ুন কবির (সামাউন) জানান, তার চাচাত বোন মাসুমার সঙ্গে খোকনের ২০০৫ সালে বিয়ে হয়। বিয়ের পর ব্যবসার সূত্রে খোকন স্ত্রী মাসুমাকে নিয়ে কেরানীগঞ্জের পুরান ভাড়াইল্লা (খালমোড়া) বসবাস...
তালাক দেওয়ায় শাশুড়িকে কোপ
নিজস্ব প্রতিবেদক

পাংশায় যুবলীগের ৩ কর্মী গ্রেপ্তার
রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় আওয়ামী লীগের লিফলেট বিতরণের সময় যুবলীগের ৩ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে লিফলেটসহ বাঁশের লাঠি উদ্ধার করা হয়। রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেপ্তারকৃতদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন। এর আগে শনিবার ভোর সাড়ে ৪ টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা মৌশালা বাস স্ট্যান্ডের পাশে বিদ্যুৎ অফিসের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, পাংশা পৌরসভার চাঁদপুর এলাকার মৃত রহমত আলী শেখের ছেলে মো. নয়ন শেখ (৪০), নিশ্চিন্তপুর এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. নাজমুল হোসাইন (৩৪) ও নারায়নপুর এলাকার মো. নজরুল কাজীর ছেলে মো. রবিউল ইসলাম বাবু (৩৮)। পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ...
দিনাজপুরের বীরগঞ্জে ট্রাকচাকায় স্কুলছাত্র নিহত
দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জে বালুবাহী ট্রাকের চাপায় প্রিতম রায় (১০) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। প্রিতম রায় বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের সুন্দরীহাটগাছ গ্রামের সুকুমার রায়ের ছেলে এবং গোলাপগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র। রোববার রাতে বীরগঞ্জ পৌর শহরের দিনাজপুর-পঞ্চগড় সড়কে জননী ফিলিং ষ্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। বীরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জানান, সন্ধ্যায় নিজ বাড়ি হতে মোটরসাইকেলযোগে ভাই উদয় রায়ের সঙ্গে কাহারোল উপজেলার দশমাইলে যাচ্ছিল। পথে বীরগঞ্জ পৌর শহরের জননী ফিলিং ষ্টেশনের সামনে একটি বালুবাহী ট্রাককে অতিক্রম করার সময় প্রিতম রায় মোটরসাইকেল হতে ছিটকে পাকা রাস্তায় পড়ে যায়। এসময় বালুবাহী ট্রাকটি তার তাকে চাপা দিলে ঘটনাস্থলেই প্রিতম রায় নিহত হয়। বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর বলেন, ঘটনার পর...
যশোরে খেজুর গুড়ের ঐতিহ্য রক্ষায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা

যশোরের চৌগাছা উপজেলার মুক্তারপুরে খেজুর গুড়ের ঐতিহ্য রক্ষায় চিত্রাঙ্কণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পড়ুয়া ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। সেভ দ্য ট্র্যাডিশন অ্যান্ড এনভার্নমেন্ট-এসটিই ইনিশিয়েটিভ এই প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিদের যশোরের খেজুর গুড়ের ঐতিহ্য সংশ্লিষ্ট বিভিন্ন চিত্র- খেজুর গাছ, ভাড় ( ঠিলে), গুড় জ্বালানোর চুলা (আঁকা) খেজুর গাছ কাটার দৃশ্য আঁকতে দেওয়া হয়। সম্পূর্ণ ভিন্নধর্মী এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অভিভাবকরা আনন্দ প্রকাশ করেন। চিত্রাঙ্কন শেষে প্রতিযোগীদের মধ্য থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণসহ সকলকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়। এসটিই ইনিশিয়েটিভের সভাপতি আবু বকর বলেন, যশোরের ঐতিহ্য খেজুর গুড়...
সর্বশেষ
সর্বাধিক পঠিত