বাংলাদেশ ব্যাংক আজ (সোমবার) ২০২৪-২৫ অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করবে। বিকেল ৩টায় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ভবনের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে জানুয়ারি-জুন ২০২৫ মেয়াদের জন্য এই নীতি প্রকাশ করা হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। এছাড়া উপস্থিত থাকবেন ডেপুটি গভর্নর, বিএফআইইউ প্রধান, গবেষণা বিভাগের নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও সহকারী মুখপাত্ররা। তীব্র অর্থনৈতিক চাপে ঘোষিত হতে যাওয়া এ মুদ্রানীতিতে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিময় হারের স্থিতিশীলতা, রিজার্ভ সংরক্ষণ ও বিনিয়োগ বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। কেন্দ্রীয় ব্যাংকের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, জানুয়ারিতে মূল্যস্ফীতি কিছুটা কমায় নীতি সুদহার না বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। অর্থনৈতিক বিশেষজ্ঞদের...
আজ মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক
অনলাইন ডেস্ক

রমজান উপলক্ষে টিসিবির ৫ পণ্যে বিশেষ ছাড়
নিজস্ব প্রতিবেদক

আসন্ন রমজান উপলক্ষে ভোজ্যতেলসহ ৫ পণ্যে বিশেষ ছাড় দিচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির এসব পণ্য বিক্রি করা হবে। এই পণ্যের মধ্যে আরও রয়েছে ডাল, চিনি, ছোলা ও খেজুর। টিবিসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় নিম্ন আয়ের স্মার্ট ফ্যামিলি কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যাদি (ভোজ্য তেল ও ডাল) সাশ্রয়ী মূল্যে বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে। ওই কার্যক্রমের পাশাপাশি সাধারণ ভোক্তার কাছে ঢাকা মহানগরী এবং চট্টগ্রামে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যাদি তেল, ডাল, চিনি, ছোলা ও খেজুর বিক্রয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে। যে কোনো ভোক্তা লাইনে দাঁড়িয়ে ট্রাক থেকে পণ্য ক্রয় করতে পারবেন। ভ্রাম্যমাণ ট্রাকে বিক্রয় কার্যক্রম ১০ ফেব্রুয়ারি হতে শুরু হবে।...
রমজান উপলক্ষে ভোজ্যতেল নিয়ে সুখবর দিলেন ব্যবসায়ীরা
নিজস্ব প্রতিবেদক

আসন্ন পবিত্র রমজান উপলক্ষে ভোজ্যতেল নিয়ে সুখবর দিয়েছেন ব্যবসায়ীরা। তারা জানান, পাইপলাইনে বেশ কিছু ভোজ্যতেল ভর্তি জাহাজ চট্টগ্রাম বন্দরে নোঙর করার অপেক্ষায় আছে। এই তেল দ্রুতই স্থানীয় সরবরাহের সঙ্গে যুক্ত হবে। পাইপলাইনে থাকা তেলের পরিমাণ প্রায় এক লাখ ৫০ হাজার টন। সাবির্কভাবে সরবরাহ পর্যাপ্ত রয়েছে বলেও জানান ব্যবসায়ীরা। এদিকে, তেল যেন ভোক্তারা নির্ধারিত মূল্যে নিরবচ্ছিন্নভাবে পান তার জন্য উৎপাদনকারীরাও প্রয়োজনীয় তদারকি করবে। ব্যবসায়ীদের উপস্থাপন করা তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারিতে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহের প্রবৃদ্ধি হয়েছে প্রায় ২৫ শতাংশ। তারা বলছেন, মাঠ পর্যায়ে কেউ কেউ অতিরিক্ত মজুদ করে থাকতে পারেন; কেউ আবার অধিক লাভের আশায় বোতল কেটে খোলা তেলে পরিণত করে তা বিক্রি করতে পারেন। অন্যদিকে, পার্শ্ববর্তী দেশে মূল্য অধিক হওয়ায় অনানুষ্ঠানিক...
আগামীকাল মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক
প্রেস বিজ্ঞপ্তি

আগামীকাল ২০২৪-২৫ অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি-জুন,২০২৫) জন্য মুদ্রানীতি বিবৃতি (এমপিএস) ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক (বিবি)। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই এমপিএস ঘোষণা করবেন। বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গভর্নর মুদ্রাস্ফীতি ব্যবস্থাপনা, বেসরকারি খাতের ঋণের প্রবাহ বৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করার ক্ষেত্রে বর্তমান এমপিএস’র ফলাফল সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করবেন। ডেপুটি গভর্নররা, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট’র (বিএফআইইউ) প্রধান, গবেষণা বিভাগের নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও অন্যান্য কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। news24bd.tv/NS
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর