ভারতের গঙ্গায় নির্মিত ফারাক্কা ব্যারাজ চালুর ৫০ বছর পর বাংলাদেশে এর মারাত্মক বিরূপ প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে। এক সময়ের খরস্রোতা পদ্মা নদী এখন অস্তিত্ব সংকটে। বর্ষায় কিছুদিন পানি থাকলেও শুষ্ক মৌসুমে নদীজুড়ে দেখা যায় বিশাল চর। পানির প্রবাহ কমে গেছে ৮০ শতাংশ। ফারাক্কা পয়েন্টে ভারত পানি সরিয়ে নেওয়ায় শুষ্ক মৌসুমে পদ্মায় মারাত্মক পানি সংকট তৈরি হচ্ছে। এক সময়ের খরস্রোতা প্রমত্তা পদ্মার বুকে বিশাল চর জেগেছে, নদীর গতিপথ সংকীর্ণ হয়ে গেছে, নদীটিই অস্তিত্ব সংকটে পড়েছে। আবার বর্ষাকালে সেই ফারাক্কারই সবগুলো গেট খুলে দেওয়া হচ্ছে। এরে ফলে প্রায় প্রতিবছরই গঙ্গা ও পদ্মা অববাহিকার বিস্তীর্ণ এলাকাজুড়ে বন্যা ও ভাঙনের সমস্যা দেখা দিচ্ছে। নদী গবেষকদের মতে, ফারাক্কা বাঁধের কারণে শুধু পদ্মা নয়, বড়াল, গড়াই, ভৈরব, কপোতাক্ষ, মাথাভাঙ্গা, কুমারসহ বহু শাখা নদী শুকিয়ে...
মারণফাঁদ ফারাক্কা: ৫০ বছরে বহু নদীর মৃত্যু
অনলাইন ডেস্ক

মৎস্য ও প্রাণিসম্পদ নিয়ে কাজ করা নারীদের স্বীকৃতি দিতে হবে: উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক

জুলাই আন্দোলনের আহত ও শহীদের পরিবারকে সহায়তা করার জন্য বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতিকে (পুনাক) আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। আজ শুক্রবার (২ মে) রাজারবাগ পুলিশ লাইন্সে পুনাকের বার্ষিক সমাবেশে যোগ দিয়ে এ আহ্বান জানান তিনি। এসয় তিনি মৎস্য ও প্রাণিসম্পদ নিয়ে কাজ করার আহ্বান জানান পুনাককে। উপদেষ্টা বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ নিয়ে যেসব নারীরা কাজ করছেন তারা স্বীকৃতি পাচ্ছে না। তাই তাদের স্বীকৃতি দিতে হবে। তিনি আরও বলেন, দেশের মানুষের টিকে থাকার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ জরুরি। মানুষের পুষ্টি ও জীবিকার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। news24bd.tv/SHS
রাখাইনে শতশত বস্তা ইউরিয়া সার পাচার করছিল চক্রটি
অনলাইন ডেস্ক

অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারের রাখাইন রাজ্যে পাচারকালে ৬০০ বস্তা ইউরিয়া সারসহ পাচারকারী চক্রের ১০ সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গতকাল বৃহস্পতিবার (১ মে) তাদের আটক করা হয়। আজ শুক্রবার দুপুরে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশীদ তথ্যটি নিশ্চিত করেন। তিনি জানান, গতকাল বৃহস্পতিবার কোস্ট গার্ড সেন্টমার্টিনের দক্ষিণে ছেড়া দ্বীপ এলাকায় একটি ইঞ্জিনচালিত সন্দেহজনক কাঠের বোট দেখতে পায়। বঙ্গোপসাগরে ৫৮ দিনের মৎস্য আহরণ নিষেধাজ্ঞা চলমান থাকায় ওই এলাকায় বোটটির উপস্থিতি বেআইনি ছিল। বোটটিকে থামার সংকেত দিলে সেটি তা অমান্য করে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে কোস্ট গার্ডের জাহাজ বোটটিকে আটক করে। পরে তল্লাশি করে বোট থেকে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি...
বৃষ্টির মধ্যেই তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ
অনলাইন ডেস্ক

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বেশ কিছুদিন ধরেই বৃষ্টি হচ্ছে। এ জন্য আবহাওয়াও অনেকটা শীতল হয়েছে। তবে তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আজ শুক্রবার (২ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার (৫ দিন) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা বার্তায় বলা হয়েছে, আজ বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধাণত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি বাড়লেও রাতের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। আগামীকাল শনিবার (৩ মে) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক বষ্টির কথা জানিয়েছে আবহাওয়া অফিস। এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরদিন রোববার (৪ মে) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা,...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর