দেশের বাজারে আরেক দফায় বেড়েছে সোনার দাম। ২২ ক্যারেটের সোনার দাম এক হাজার ৯৯৪ টাকা বেড়ে এক লাখ ৪৯ হাজার ৮১২ টাকায় উঠেছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। বাজুস জানায়, মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) থেকে সারাদেশে সোনার নতুন দাম কার্যকর হবে। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) সোনার মূল্য বৃদ্ধি পেয়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে এক লাখ ৪৩ হাজার ১ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ২২ হাজার ৫৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৯১৭ টাকা। তবে, অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের...
ফের বাড়ল সোনার দাম, ভরি কত?
অনলাইন ডেস্ক

তিন দিনব্যাপী পেপারটেক এক্সপো শুরু হয়েছে আইসিসিবিতে
অনলাইন ডেস্ক

রাজধানী ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে শুরু হয়েছে তিন দিনব্যাপী পেপার টেক এক্সপো। আজ বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) ষষ্ঠবারের মতো এই আয়োজন শুরু হয়েছে যা চলবে আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত। এতে কাগজ শিল্পের বিভিন্ন যন্ত্রপাতি এবং আধুনিক প্রযুক্তি তুলে ধরা হয়েছে। এছাড়াকাগজ শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট প্রযুক্তি সম্পর্কে ধারণা দেওয়া এবং রপ্তানিমুখী শিল্প হিসেবে দেশের কাগজ শিল্পকে বিশ্বের দরবারে তুলে ধরা এই আয়োজনের মূল লক্ষ্য বলে জানান অংশগ্রহণকারীরা। বাংলাদেশ, চীন, জার্মানিসহ ২৫টি দেশ এতে অংশ নিয়েছে। এর আগে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রদর্শনীর উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের সিনিয়র উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। এসময় তিনি দেশীয় কাগজ শিল্পের নানা সম্ভাবনার কথা তুলে ধরেন। উদ্বোধন শেষে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন...
নীতি সুদহার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
নীতি সুদহার (১০ শতাংশ) অপরিবর্তিত রেখে চলতি ২০২৪-২৫ অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার বিকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এক সংবাদ সম্মেলনে নতুন মুদ্রানীতি ঘোষণা করেন। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে গত বছরের ২২ অক্টোবর দেশের মুদ্রানীতির অন্যতম টুল নীতি সুদহার (ব্যাংক রেট) ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ১০ শতাংশে উন্নীত করেছিল বাংলাদেশ ব্যাংক। গত ২৪ সেপ্টেম্বর কেন্দ্রীয় ব্যাংক নীতি সুদহার ৯ শতাংশ থেকে বাড়িয়ে ৯ দশমিক ৫ শতাংশ করে। গত ২৫ আগস্ট উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুদহার ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৯ শতাংশ করে বাংলাদেশ ব্যাংক। পরে এটি ৯ দশমিক ৫ শতাংশ করা হয়। এর আগে ২০২২ সালের মে মাসে নীতি সুদহার ছিল ৫ শতাংশ। সেসময় থেকে এখন পর্যন্ত মোট ১০ বার বাড়ানো...
১০০ টাকায় সয়াবিন তেল, ৭০ টাকায় মিলবে চিনি
নিজস্ব প্রতিবেদক

নিম্ন আয়ের মানুষের জন্য আবারও ট্রাকে করে ভোজ্য তেল, ডাল, চিনি, ছোলা ও খেজুর বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) থেকে ১ মাস ৯ দিন বন্ধ থাকার পর পুনরায় এ কার্যক্রম শুরু হচ্ছে। এছাড়া সারা দেশে টিসিবির পণ্য বিক্রির জন্য ৫৭ লাখ স্মার্ট পরিবার কার্ড তৈরি করে জেলা প্রশাসক ও সিটি করপোরেশন কার্যালয়ে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে টিসিবি। গতকাল রোববার এ সংক্রান্ত পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তি দেয় টিসিবি। সংস্থাটি বলেছে, আগামীকাল সোমবার থেকে ঢাকা মহানগরী ও চট্টগ্রামের বেশ কয়েকটি স্থানে এ কার্যক্রম পরিচালনা করা হবে। যেকোনো ভোক্তা লাইনে দাঁড়িয়ে ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন। এছাড়া অন্যান্য বিভাগীয় শহর ও নির্দিষ্ট কিছু জেলায় ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে বিক্রয় কার্যক্রম শিগগিরই শুরু হবে।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর