সারাদেশে এক দিনে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৭৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য ঘটনায় আরও ৫১৬ জন গ্রেপ্তার হয়েছেন। আজ শুক্রবার (২ মে) দুপুরে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান। পুলিশের এই কর্মকর্তা জানান, নতুন করে ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৭৩৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় ৫১৬ জন গ্রেফতার হয়। মোট ১২৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে চার রাউন্ড গুলি, ছয় রাউন্ড কার্তুজ, একটি চাইনিজ কুড়াল, পাঁচটি ধারালো ক্রিস, চারটি ছোরা এবং দুটি হাসুয়া উদ্ধার করা হয়েছে। বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এই কর্মকর্তা।...
বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৫৫
নিজস্ব প্রতিবেদক

হজ নিয়ে বাংলাদেশিদের যে বার্তা দিলো সরকার
অনলাইন ডেস্ক

সুষ্ঠু ও সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনা, হজযাত্রীদের কল্যাণ এবং বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিবেচনায় দেশে ও সৌদিতে অবস্থানকারী বাংলাদেশিদের হজ পারমিট (অনুমতি) ছাড়া পবিত্র হজ পালন না করার অনুরোধ জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। আজ শুক্রবার (২ মে) এক সরকারি তথ্য বিবরণীতে এ বার্তা দেওয়া হয়। তথ্য বিবরণীতে বলা হয়, ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে চলতি হজ মৌসুমে ভ্রমণ ভিসায় (ভিজিট ভিসা) মক্কা কিংবা সে দেশের পবিত্র স্থানগুলোতে অবস্থান না করতে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া হজ বিধিমালা অমান্যকারী ভ্রমণ ভিসাধারীকে পৃষ্ঠপোষকতা দেওয়া, পরিবহন করা, সংরক্ষিত হজ এলাকায় প্রবেশে সহায়তা করা এবং তাদের হোটেল কিংবা বাড়িতে আবাসনের ব্যবস্থা করে দেওয়া থেকে বিরত থাকতেও বাংলাদেশিদের অনুরোধ করা হয়েছে। এ বছর হজযাত্রীদের মক্কায় প্রবেশ সুগম করা,...
৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস, সারা দেশে বাড়তে পারে দিনের তাপমাত্রা
প্রেস বিজ্ঞপ্তি

সারা দেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং রাতের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া আগামী ২৪ ঘণ্টায় বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দেশের অন্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শুক্রবার (২ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার (৩ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ওইদিন সারা দেশে দিন এবং রাতের তাপামাত্রা...
হজ পালনে সৌদি গেছেন ১৫ হাজার ১৫৪, একজনের মৃত্যু
অনলাইন ডেস্ক

পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৫ হাজার ১৫৪ জন মক্কা ও মদিনার উদ্দেশে ঢাকা ছেড়ে গেছেন। এর মধ্যে একজন হজযাত্রীর মৃত্যু হয়েছে। বাংলাদেশ হজ ব্যবস্থাপনা পোর্টাল থেকে জানা গেছে, মৃত হজযাত্রীর নাম খলিলুর রহমান। তার বাড়ি রাজবাড়ীর পাংশায়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ অফিস থেকে এসব তথ্য জানা গেছে। জানা গেছে, আজ শুক্রবার (২ মে) সকাল ১০টা পর্যন্ত মোট ১৫ হাজার ১৫৪ জন হজযাত্রী সৌদি আরবে গমন করেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে গিয়েছেন ছয় হাজার ২০২ জন, সৌদি এয়ারলাইনসে চার হাজার ৮৫৮ জন এবং ফ্লাই নাস এয়ারলাইনসে গিয়েছেন চার হাজার ৯৪ জন। গত ২৯ এপ্রিল থেকে শুরু হয়েছে হজ ফ্লাইট। এ পর্যন্ত ৩৭টি ফ্লাইট ঢাকা ত্যাগ করেছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ফ্লাইট সংখ্যা ১৫টি, সৌদি এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট সংখ্যা ১২টি। এ ছাড়া ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর