লা লিগায় সেভিয়ার বিপক্ষে সহজ জয় পেয়ে লিগ টেবিলের শীর্ষ দুই দলের সঙ্গে ব্যবধান কমিয়েছে বার্সেলোনা। রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে রামন সানচেজ স্টেডিয়ামে সেভিয়াকে ৪-১ গোলে হারিয়েছে ফ্লিকের দল। এই জয়ে রিয়াল ও অ্যাতলেটিকো মাদ্রিদের সঙ্গে ব্যবধান কমাল তারা। সেভিয়ার বিপক্ষে ফের্মিন লোপেস এলেন, গোল করলেন, মাঠ ছাড়লেন। বদলি হিসেবে তিনি খেলতে পারলেন মাত্র ১৫ মিনিট। গোল করে দলকে এগিয়ে নেওয়ার পর তাকে মাঠ ছাড়তে হলো লাল কার্ড দেখে। শেষ আধা ঘন্টা ১০ জন নিয়ে খেলেছে তারা। শুরুতেই দুই দল একটি করে গোল দেয়। সপ্তম মিনিটে রাফিনিয়ার ক্রসে ইনিগো মার্তিনেসের হেড পাস পেয়ে বল জালে পাঠান পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কি। তবে পরের মিনিটেই সমতায় ফেরে স্বাগতিকরা। সতীর্থের লম্বা করে বাড়ানো বল ধরে অফসাইডের ফাঁদ এড়িয়ে বক্সে ঢুকে সাউল নিগোয়েজের পাস পেয়ে গোল করেন ভার্গাস।...
সেভিয়াকে উড়িয়ে রিয়াল-অ্যাতলেটিকোর সঙ্গে ব্যবধান কমাল ১০ জনের বার্সা
অনলাইন ডেস্ক

অধিনায়ক শান্তর চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে যা বললেন আশরাফুল
অনলাইন ডেস্ক

জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সময়টা মোটেই ভালো যাচ্ছে না। বেশ কিছু দিন ধরে তার পারফরম্যান্স একেবারে যাচ্ছেতাই। তবে মোহাম্মদ আশরাফুল বিশ্বাস করেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্বরূপে ফিরবেন শান্ত। রোববার (৯ ফেব্রুয়ারি) এক অনুষ্ঠানে যোগ দিয়ে সংবাদমাধ্যমে এসব কথা বলেন তিনি। দরজায় কড়া নাড়ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। চলতি মাসের ১৯ তারিখ থেকে মাঠে গড়াবে টুর্নামেন্টটি। আসন্ন এই টুর্নামেন্ট উপলক্ষ্যে ইতোমধ্যে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেটাররা পার করছেন ব্যস্ত সময়। এবারের বাংলাদেশ দল নিয়ে বেশ আশাবাদী সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। প্রত্যেকটা দলের সাথে কিন্তু আমরা জিতেছি। এমন না যে তাদের আমরা কখনও হারায়নি। বড় মঞ্চে তাদেরকে হারিয়েছি, নিউজিল্যান্ডকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে হারিয়েছি, আমাদের ৩৩...
দুঃখ প্রকাশ করলেন তামিম

বরিশালের বেলস পার্কে শিরোপা উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়নি তামিমের দল ফরচুন বরিশালের। কারণ তামিমরা তিন-চার মিনিটের মধ্যেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। তাতে দর্শকদের হতাশা রূপ নেয় ক্ষোভে। মঞ্চ ভেঙে সেই ক্ষোভও প্রকাশ করেন বেলসপর্কে উপস্থিতি হওয়া ফরচুন বরিশালের সমর্থকেরা। কেন তামিমরা এত দ্রুত অনুষ্ঠানস্থল ত্যাগ করেছেন, সে প্রশ্নের জবাব দিয়েছেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, আমাদের অনেক পরিকল্পনা ছিল। আমাদের দেখা হবে। প্রতিটি খেলোয়াড় কথা বলবে। সবার সঙ্গে সময় কাটাবে। দুর্ভাগ্য, মঞ্চে খুব কম সময় থাকতে পেরেছি। আমার জীবনে এক সঙ্গে এত মানুষ দেখিনি। কম করে হলেও আমাদের দেখার জন্য আপনারা দেড়-দুই লাখ মানুষ ছিলেন ওখানে। একটা সময় এমন অবস্থা হয়ে গিয়েছিল আমাদের নিরাপত্তা দল এ পরিস্থিতি আর...
রোহিতের সেঞ্চুরিতে এক ম্যাচ হাতে রেখে সিরিজ ভারতের
অনলাইন ডেস্ক

ভারতের বড় প্রাপ্তি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অধিনায়ক রোহিত শার্মার রানে ফেরা। দুঃসময়ের প্রহর পেরিয়ে দারুণ সেঞ্চুরি উপহার দিলেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতেও ভারত জিতল ৪ উইকেটে। ফলে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নিল তারা। কটকে রোববার (৯ ফেব্রুয়ারি) বেন ডাকেট ও জো রুটের ফিফটিতে ৩৯ ওভার শেষে ৩ উইকেটে ২১৯ রানের শক্ত অবস্থানে ছিল ইংল্যান্ড। সেখান থেকে তিনটি রান আউটসহ ৮৫ রানে শেষ ৭ উইকেট হারিয়ে এক বল বাকি থাকতে ৩০৪ রানে গুটিয়ে যায় তারা। ভারত লক্ষ্যে পৌঁছে যায় ৩৩ বল বাকি থাকতে। তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা। ভারতে টানা সাতটি ওয়ানডে সিরিজ হারল ইংলিশরা। প্রথম ম্যাচের সঙ্গে আরও অনেক কিছুতেই মিল আছে এই ম্যাচের। চমৎকার বোলিংয়ে আবারও ৩টি উইকেট নেন বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার রাভিন্দ্রা জাদেজা। আরেকবার ম্যাচের...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর