আগামী জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুরের দুটি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। এতে মেহেরপুর-১ আসনে (সদর-মুজিবনগর) মাওলানা তাজ উদ্দীন খাঁন ও মেহেরপুর-২ (গাংনী) আসনে নাজমুল হুদা প্রার্থী হিসেবে জায়গা পেয়েছেন। মাওলানা তাজ উদ্দীন খাঁন মেহেরপুর জেলা জামায়াতের আমির এবং নাজমুল হুদা গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য। জামায়াতের প্রার্থী বাছাই কার্যক্রমের কঠিন পরীক্ষায় তারা পাশ করে এমপি প্রার্থীর জন্য মনোনীত হয়েছেন বলে জানান স্থানীয় নেতাকর্মীরা। রোববার (৯ ফেব্রুয়ারি) মাগুরায় জামায়াতে ইসলামী বাংলাদেশ-এর এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে দলটির যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন মেহেরপুর জেলার দুটি আসনসহ সাতটি জেলার প্রার্থীদের নাম...
মেহেরপুরের দুটি আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

১৬ বছর ক্ষমতায় থেকে তারা শুধু নিজেদের ভুঁড়ি তাজা করেছে: দুলু
অনলাইন ডেস্ক

বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী ও তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী আসাদুল হাবিব দুলু বলেছেন, শেখ হাসিনাকে যেমন আমরা পরাজিত করেছি, আমরা দাবি আদায় করে তিস্তাকেও মানুষের কল্যাণে কাজে লাগাবো ইনশাআল্লাহ। তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মেগাপ্রকল্প অবিলম্বে বাস্তবায়নের দাবিতে ১৭-১৮ ফেব্রুয়ারি তিস্তা তীরবর্তী অঞ্চলে দুই দিনব্যাপী লাগাতার কর্মসূচির ডাক দিয়েছে তিস্তা নদী রক্ষা আন্দোলন। এরই অংশ হিসাবে রোববার রাতে রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুর বাজারে তিস্তার পাড়ে জাগো বাহে তিস্তা বাঁচাই আন্দোলনের জনসভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, যারা দীর্ঘ ১৬ বছর রাষ্ট্র ক্ষমতায় ছিল, তারা শুধু নিজেদের ভুঁড়ি তাজা করেছে। মোটাতাজা হয়েছে। জনগণের দিকে তাকায় নাই। আট হাজার কোটি টাকা দিতে চেয়েছিল চায়না, তারা সমীক্ষা করেছে,...
পিনাকী, ইলিয়াস ও কনক সরওয়ারকে নিয়ে বললেন সারজিস
অনলাইন ডেস্ক

প্রবাসী লেখক ও অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসেন ও ড. কনক সরওয়ারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, এই অভ্যুত্থান পরবর্তী সময়ে ডায়াসপোরা কমিউনিটির একটি অংশকে অন্তরের অন্তস্থল থেকে স্মরণ করতে চাই। আমরা যদি উদাহরণ স্বরূপ ইলিয়াস ভাই, পিনাকী দাদা, কনক সরওয়ারের কথা বলি, তাদের মতো এমন অসংখ্য ব্যক্তি ছিলেন; যারা ওই রেজিমের বিরুদ্ধে দেশের বাইরে থেকে কথা বলেছেন এবং এখনো তাদের জায়গা থেকে দেশের জন্য কথা বলছেন। আমরা আমাদের এই ডায়াসপোরার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। নতুন বাংলাদেশ গঠনে তাদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। যারা প্রবাস জীবন কাটিয়েছে তাদের সংসদেও আসা প্রয়োজন। আরও পড়ুন গোলাম মোর্তোজাকে উদ্ধৃত করে দেওয়া হাসনাতের পোস্ট ভাইরাল ০৯ ফেব্রুয়ারি, ২০২৫ রোববার (৯...
জামায়াত এখনো অফিশিয়ালি প্রার্থী ঘোষণা করেনি: জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় প্রার্থী ঘোষণার ব্যাপারে ডা. শফিকুর বলেন, জাতীয় সংসদ নির্বাচনের জন্য আমরা অফিশিয়ালি এখনো কোনো প্রার্থী ঘোষণা করিনি। এটা আমাদের প্রাথমিক বাছাই। রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট নগরের দরগাহ গেটের শহীদ সুলেমান হলে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, নির্বাচন এখনো অনেক দূর। ইলেকশন যখন কাছে আসবে তখন আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব। তখন যাদের বিভিন্ন আসনে মনোনয়ন হবে তারাই প্রার্থী হবেন। নির্বাচনের পরিবেশ তৈরি হচ্ছে কি না এমন প্রশ্নে তিনি বলেন, নির্বাচন তো আমরা সবাই চাই। পরিবেশ তো তৈরি করতেই হবে। তবে তার আগে আমরা দুটি জিনিস চেয়েছি।মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন হলে সেটা নির্বাচনের জেনোসাইড হবে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর