ছাত্র আন্দোলনে ইসলামী ছাত্রশিবিরের এক কর্মী নিহত হওয়ার মামলায় চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে পাঁচলাইশ থানার হত্যা মামলায় নদভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালত। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন। তিনি বলেন, সাবেক সংসদ সদস্য আবু রেজা নদভীকে পাঁচলাইশ থানার হত্যা মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এদিন সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আদালতে হাজির করা হয়। পরে তাকে পুনরায় কারাগারে নিয়ে যাওয়া হয়। গত বছরের ১৬ জুলাই নগরের পাঁচলাইশ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলিতে আহত হয়ে মারা যান...
নদভী দুই দিনের রিমান্ডে
অনলাইন ডেস্ক

অপারেশন ডেভিল হান্ট: হাতিয়ায় আটক ৭
নোয়াখালী প্রতিনিধি

অপারেশন ডেভিল হান্টের প্রথমদিনে নোয়াখালী হাতিয়ায় যৌথবাহিনী অভিযান চালিয়ে সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিসহ সাতজনকে আটক করেছে। আজ রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরের দিকে আসামিদের বিচারিক আদালতে হাজির করা হবে। এর আগে, শনিবার রাতে হাতিয়ার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটক হয়েছেন হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আজাদ (৬৪), হাতিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের বেলাল উদ্দিনের ছেলে সাদ্দাম হোসেন (২৬), ৩নং ওয়ার্ডের মৃত আব্দুস শহিদের ছেলে আবুল কালাম বিটু (৪৪), নিঝুম দ্বীপ ইউনিয়নের আদর্শগ্রামের আলাউদ্দিনের ছেলে আজিম উদ্দিন (৩১), তমরুদ্দি ইউনিয়নের মহিন উদ্দিনের ছেলে সিরাজুল ইসলাম প্রকাশ রাকছান (২৪), হাজী আব্দুল কাইয়ুমের ছেলে আবদুল মাজেদ পলাশ (৪৩) ও আব্দুল জাহের (৩৯)। অভিযান সূত্রে জানা যায়, নোয়াখালীর হাতিয়া...
চুয়াডাঙ্গায় ট্রাক্টরের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় ট্রাক্টরের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। দুইজনের মরদেহ পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তবপুর গ্রামের মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হল দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তবপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে নাহিদ হোসেন(১৯) ও একই গ্রামের সেলিম উদ্দিনের ছেলে সুইট(২৫)। দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, শনিবার রাতে নাহিদ ও সুইট মিলে মোটরসাইকেলে করে ব্যক্তিগত কাজ সেরে রঘুনাথপুর গ্রাম থেকে পুরাতন বাস্তবপুর গ্রামের দিকে ফিরছিলেন। পথিমধ্যে পুরাতন বাস্তবপুর গ্রামের মাদ্রাসার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর ধাক্কা দিলে দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার উপরে পড়ে যায়। ঘটনাস্থলে মারা যায় তারা। পরে মরদেহ উদ্ধার করে...
অপারেশন ডেভিল হান্ট: গাজীপুরে আটক ৪০
অনলাইন ডেস্ক

দেশজুড়ে চলমান অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে গাজীপুর জেলার পাঁচটি থানায় ৪০ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করেছে জেলা পুলিশ। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় গাজীপুর জেলা পুলিশের সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল থেকে শুরু হওয়া অভিযানে এখন পর্যন্ত (সকাল ৯টা) ৪০ জনকে আটক করা হয়েছে। তারা বিভিন্নভাবে ফ্যাসিস্ট সরকারের সঙ্গে যুক্ত। তবে তাৎক্ষণিকভাবে আটককৃতদের পরিচয় প্রকাশ করা হয়নি। অভিযানে গাজীপুর জেলা পুলিশের পাশাপাশি গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী অংশ নেয়। তবে অন্যান্য বাহিনীর পক্ষ থেকে এখনও গ্রেপ্তার-সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর