সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ ৯ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে। দীর্ঘ উদ্ধার তৎপরতার পর রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়। এর আগে শনিবার (১৫ ফেব্রুয়ারি) মধ্যরাতে সিলেটের শিববাড়ি এলাকায় চট্টগ্রাম থেকে আসা একটি তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। রেলওয়ে সূত্র জানায়, লাইনচ্যুত বগি সরানোর পাশাপাশি ক্ষতিগ্রস্ত ৫০০ মিটার রেললাইন মেরামত করা হয়েছে। কুলাউড়া থেকে আসা রিলিফ ট্রেনের মাধ্যমে উদ্ধার কাজ চালিয়েছে রেলওয়ে। তারা আরও জানায়, রাতভর কাজ শেষে সকাল সাড়ে ৭টার দিকে রেল চলাচল পুনরায় শুরু হয়। ট্রেন চলাচল বন্ধ থাকায় সিলেট রেল স্টেশনে আটকে পড়া যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন। ঢাকাগামী উপবন এক্সপ্রেস নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি। এছাড়া অনেকে নির্ধারিত সময়ে গন্তব্যে...
লাইনচ্যুত ট্রেন উদ্ধার, সারাদেশের সঙ্গে সিলেটের রেল চলাচল শুরু
অনলাইন ডেস্ক

ঘণ্টার ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু
নাটোর প্রতিনিধি

ছেলের মৃত্যুর সংবাদ শুনে এক ঘণ্টা পর বাবাও চলে গেলেন না ফেরার দেশে। ঘটনাটি ঘটেছে নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের দাদুয়া এলাকায়। ছেলের মৃত্যু সংবাদ শুনে শোক সইতে না পেরে হৃদরোগে আক্রান্ত হয়ে বাবাও এক ঘণ্টা পর মারা যান বলে জানা গেছে। মৃতরা হলেন, উপজেলা দাদুয়া গ্রামের মৃত ছাবেদ আলীর ছেলে রাব্বানী (৩৫) ও বাবা ছাবেদ আলী (৫৮)। জানা গেছে, দীর্ঘদিন যাবৎ অসুস্থ অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন ছিলেন রাব্বানী। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টার সময় রাব্বানীর মৃত্যুর খবর আসে পরিবারের কাছে। মৃত্যুর খবরে পরিবারে শুরু হয় আহাজারি। একইদিন রাত ১০টার সময় ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে বাবা ছাবেদ আলীও হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন। একইদিনে বাবা ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।...
কুষ্টিয়ায় সেনাবাহিনীর অভিযানে পিস্তলসহ তিনজন গ্রেপ্তার
অনলাইন ডেস্ক

কুষ্টিয়ায় অভিযান চালিয়ে একটি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। শনিবার (১৫ ফেব্রুয়ারি) শহরতলীর জুগিয়া দর্গাপাড়া এলাকা থেকে মো. লিটন (২৪), মো. মোমিন (৪৫) ও মো. রোমান (২২)-কে আটক করা হয়। সেনাবাহিনী কুষ্টিয়া ক্যাম্পের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জনগণের নিরাপত্তা নিশ্চিতের অংশ হিসেবে দেশব্যাপী অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায়, শনিবার দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত জুগিয়া দর্গাপাড়া এলাকায় সন্দেহভাজন তিনটি বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে মো. লিটনের (২৪) রুমের বালিশের নিচ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে লিটন জানান, অস্ত্রটি তিনি মোমিনের কাছ থেকে নিয়েছিলেন। পরবর্তীতে মোমিনের বাড়িতে অভিযান চালিয়ে চাইনিজ কুড়াল, রামদা, ছুরিসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। অভিযানের...
দুই হাজার চুলায় লাখো ভক্তের জন্য রান্না হচ্ছে খাবার!
অনলাইন ডেস্ক

ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশি বিশ্ব জাকের মঞ্জিলে শুরু হয়েছে চার দিনব্যাপী ওরস। দেশ-বিদেশ থেকে লাখো ভক্ত সমবেত হয়েছেন এই ধর্মীয় আয়োজনে। ওরসে অংশ নেওয়া ভক্তদের জন্য বিশাল পরিসরে খাবার ব্যবস্থাপনা করা হয়েছে, যেখানে প্রতি ঘণ্টায় প্রায় ৫ লাখ মানুষের খাবার রান্না করা হচ্ছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর থেকে শুরু হওয়া রান্নার কার্যক্রম চলবে টানা মঙ্গলবার পর্যন্ত। সারিবদ্ধভাবে বসানো দুই হাজার চুলায় ৩০ হাজার স্বেচ্ছাসেবক দিন-রাত ২৪ ঘণ্টা রান্নার কাজ করে যাচ্ছেন। খাবারের মেনুতে রয়েছে ভাত, আলু দিয়ে ডালের লাবড়া, গরু, খাসি, মুরগি ও দুম্বার মাংস। মুসলিমদের পাশাপাশি অন্য ধর্মের মানুষের জন্যও আলাদা খাবারের ব্যবস্থা রাখা হয়েছে। ওরসে অংশ নেওয়া ভক্তদের জন্য খাবার পরিবেশনেও রয়েছে নিখুঁত পরিকল্পনা। রান্নার পর সারিবদ্ধভাবে খাবার রাখা হচ্ছে নির্দিষ্ট...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর