জুলাই ও আগস্ট মাসের ঘটনাবলী নিয়ে তদন্ত পরিচালনা করে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের অফিস (ওএইচসিএইচআর)। অন্তর্বর্তী সরকারের অনুরোধে ওএইচসিএইচআর তাদের এই তদন্ত করে। প্রকাশিত সেই তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য। প্রতিবেদনে উল্লেখ করা হয়, হাসিনা সরকার এবং আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন গোষ্ঠী ও নিরাপত্তা বাহিনীর দ্বারা ব্যাপক এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘন ঘটেছে। যার মধ্যে রয়েছে বিচার বহির্ভূত হত্যা, নির্বিচারে গ্রেপ্তার, নির্যাতন এবং অতিরিক্ত বলপ্রয়োগ। ওই প্রতিবেদন থেকে আরও জানা যায়, ১৮ জুলাই সন্ধ্যায় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী একটি কোর কমিটির বৈঠকের সভাপতিত্ব করেন। সেখানে নৃশংস নির্দেশ দেন তিনি। ওই বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশ, র্যাব, বিজিবি এবং গোয়েন্দা সংস্থার প্রধানরা।...
১৮ জুলাই আসাদুজ্জামান কামাল, ১৯ জুলাই শেখ হাসিনা যেসব নৃশংস আদেশ দেন
নিজস্ব প্রতিবেদক

বীভৎস দৃশ্য, আয়নাঘর ঘুরে প্রধান উপদেষ্টা
অনলাইন ডেস্ক

ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশে আইয়ামে জাহেলিয়াত প্রতিষ্ঠা করেছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১২ ফেব্রুয়ারি) আয়নাঘর ঘুরে দেখে প্রধান উপদেষ্টা আরও বলেন, বীভৎস দৃশ্য। নৃশংস জিনিস হয়েছে এখানে। যতটাই শুনি মনে হয়, অবিশ্বাস্য, এটা কি আমাদেরই জগৎ, আমাদের সমাজ? যাঁরা নিগৃহীত হয়েছেন, তাঁরাও আমাদের সমাজেই আছেন। তাঁদের মুখ থেকে শুনলাম। কী হয়েছে, কোনো ব্যাখ্যা নেই। প্রধান উপদেষ্টা বলেন, আইয়ামে জাহেলিয়াত বলে একটা কথা আছে না, গত সরকার আইয়ামে জাহেলিয়াত প্রতিষ্ঠা করে গেছে। এটা (আয়নাঘর) তার একটি নমুনা। অধ্যাপক ইউনূস বলেন, ভুক্তভোগীদের বিনা কারণে, বিনা দোষে উঠিয়ে আনা হতো। সন্ত্রাসী, জঙ্গি বলে এখানে ঢুকিয়ে রাখা হতো। তিনি বলেন, এই রকম টর্চার সেল (নির্যাতনকেন্দ্র)...
‘আরও হত্যা করুন, লাশ গুম করুন’
নিজস্ব প্রতিবেদক

জুলাই ও আগস্ট মাসের ঘটনাবলীর সবচেয়ে নিরপেক্ষ তদন্ত পরিচালনা ও প্রতিবেদনের জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের অফিস (ওএইচসিএইচআর) কে ধন্যবাদ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকারের অনুরোধে ওএইচসিএইচআর তাদের এই তদন্ত করে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, হাসিনা সরকার এবং আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন গোষ্ঠী ও নিরাপত্তা বাহিনীর দ্বারা ব্যাপক এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘন ঘটেছে। যার মধ্যে রয়েছে বিচার বহির্ভূত হত্যা, নির্বিচারে গ্রেপ্তার, নির্যাতন এবং অতিরিক্ত বলপ্রয়োগ। প্রতিবেদনে ওএইচসিএইচআর জানায়, আগের সরকার এবং এর নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা, সহিংস আওয়ামী লীগ সংশ্লিষ্ট গোষ্ঠীর সাথে মিলে পরিকল্পিতভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত ছিল। এর মধ্যে শত শত বিচার বহির্ভূত হত্যা, হাজার হাজার বিক্ষোভকারীদের...
জাতীয় ও স্থানীয় নির্বাচনের জন্য প্রায় ৬ হাজার কোটি টাকা চায় ইসি
নিজস্ব প্রতিবেদক

আগামী জাতীয় এবং স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রায় ৬ হাজার কোটি টাকা চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনের তিন অর্থবছরের মধ্যমেয়াদী বাজেট প্রাক্কলনের কার্যবিবরণী থেকে ইসির এ চাহিদাপত্র পাওয়া গেছে। চাহিদাপত্রে উল্লেখ করা হয়, বরাদ্দের মধ্যে প্রায় ২৮শ কোটি টাকা ব্যয় হবে শুধুমাত্র জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে। এছাড়া ইসির কর্মকর্তারা জানান, ‘নির্বাচন’ খাতে আগামী ২০২৫-২৬ অর্থবছরে ত্রয়োদশ জাতীয় সংসদের সাধারণ নির্বাচন ও স্থানীয় সরকারের অন্যান্য নির্বাচন অনুষ্ঠানের জন্য ৫ হাজার ৯২১ কোটি ৭২ লাখ ৬০ হাজার টাকা চাওয়া হয়েছে। এরমধ্যে শুধুমাত্র জাতীয় সংসদ নির্বাচন আয়োজনেই প্রায় ২৮শ কোটি টাকা ব্যয় হবে। news24bd.tv/FA
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর