রাজধানীর বিমানবন্দর রেল স্টেশনের প্ল্যাটফর্মে সন্তান প্রসব করেছেন রুমা আক্তার (২২) নামের এক তরুণী। বর্তমানে মা ও নবজাতক কন্যা দুজনই সুস্থ আছেন বলে জানা গেছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে জন্ম নেয় ফুটফুটে কন্যাশিশু। ঢাকা জেলা রেলওয়ে পুলিশের পক্ষ থেকে এক খুদে বার্তায় বিষয়টি জানানো হয়। খুদে বার্তায় বলা হয়, ট্রেনে করে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকায় আসছিলেন রুমা আক্তার। বিমানবন্দর রেলস্টেশনে আসলে দুপুর সাড়ে ১২টার দিকে তার প্রসব বেদন উঠে। তাৎক্ষণিক রেলওয়ে পুলিশের সার্বিক সহায়তায় প্ল্যাটফর্মেই সন্তান প্রসবের ব্যবস্থা করা হয়। পরে ফুটফুটে একটি কন্যা সন্তানের জন্ম হয়। ঢাকা রেলওয়ে জেলা পুলিশের এসপি আনোয়ার হোসেন জানান, মা ও নবজাতক কন্যা দুজনই সুস্থ আছেন। রেলওয়ে পুলিশ কুর্মিটোলা হাসপাতালে তাদেরকে ভর্তির ব্যবস্থা করেছে।...
বিমানবন্দর রেল স্টেশনে ব্রাহ্মণবাড়িয়ার তরুণীর সন্তান প্রসব
অনলাইন ডেস্ক

‘যেখানে-সেখানে’ যাত্রী তুলতে চায় বাস শ্রমিকরা, সড়ক অবরোধ
অনলাইন ডেস্ক

রাজধানীতে শুধু কাউন্টার থেকে যাত্রী ওঠা-নামার সিদ্ধান্ত প্রত্যাহারসহ কয়েক দফা দাবিতে সড়ক অবরোধ করেছেন বাস শ্রমিকরা। নির্দিষ্ট কাউন্টার থেকে যাত্রী তোলার বিরোধিতা করে বিক্ষোভ করছেন তারা। আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১২টার পর থেকে রাজধানীর সায়দাবাদে জনপদের মোড় এলাকায় সড়ক আটকে বিক্ষোভ শুরু করেন তারা। এতে সায়দাবাদ-যাত্রাবাড়ী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। তারা জানান, সকাল সাড়ে ১০টা থেকে সায়দাবাদ এলাকার জনপদ মোড়ে বাস শ্রমিকরা একত্রিত হতে শুরু করে। প্রায় শতাধিক শ্রমিকের জমায়েত হওয়ার পর তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে, যার ফলে সায়দাবাদ-যাত্রাবাড়ী সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। গত ৬ ফেব্রুয়ারি থেকে ঢাকা মহানগরীতে চালু করা হয় ই-টিকিটিং পদ্ধতি ও কাউন্টারভিত্তিক বাস সার্ভিস। নতুন পদ্ধতিতে গাজীপুর-ঢাকা সড়কের...
শাহবাগে প্রাথমিক শিক্ষকদের সড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করে প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত শিক্ষক এবং এনটিআরসিএ-এর নিবন্ধনপ্রাপ্ত নিয়োগ প্রত্যাশীরা। এসময়পুলিশের সাথে প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত শিক্ষক এবং এনটিআরসিএ-এর নিবন্ধনপ্রাপ্ত নিয়োগ প্রত্যাশীদের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। পুলিশের লাঠিচার্জ উপেক্ষা করেই সড়কে বারবার অবস্থান নিচ্ছেন আন্দোলনকারীরা। ফলে যান চলাচলে বিঘ্ন ঘটার কারণে যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। আজ সোমবার দুপুর ১টা ৪০ মিনিটের দিকে ঘটনার সূত্রপাত হয়। দুপুর সোয়া ২টার পর দেখা গেছে, পুলিশ জলকামান থেকে কিছু সময় পর পর আন্দোলনকারীদের লক্ষ্য করে পানি ছুড়ছে। ফোটানো হয়েছে বেশকিছু সাউন্ড গ্রেনেড। লাঠিচার্জও করা হয়েছে। এসময় আটক করতে দেখা যায় বেশ কয়েকজনকে।...
সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ১২
নিজস্ব প্রতিবেদক

৩ জানুয়ারি ধানমন্ডির আড্ডা রেস্টুরেন্ট ও ২২ জানুয়ারি মোহাম্মদপুরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় মতিঝিল থানার যুবলীগের ওয়ার্ড সভাপতি বেলাল চাকলাদারসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে ধানমন্ডি থানা পুলিশ। আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে এসব তথ্য জানান রমনা জোনের ডিসি মাসুদ আলম। তিনি বলেন, এরা ছিল সংঘবদ্ধ ডাকাত দল৷ মাইক্রোবাসে করে রাজধানীতে ডাকাতি করে বেড়াতো এরা। এদের টার্গেট বেশির ভাগ পণ্যবাহী ট্রাক। ৩ ও ২২ জানুয়ারিতে ট্রাকসহ ছিনতাই হওয়া মালামাল উদ্ধার করা হয় মুন্সিগঞ্জ থেকে। এ ঘটনায় ১৯ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করার কথাও জানান রমনা জোনের ডিসি। news24bd.tv/SHS