রাশিয়ার এস-৪০০ কিনতে চায় ভারতও

এস-৪০০

রাশিয়ার এস-৪০০ কিনতে চায় ভারতও

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

রাশিয়ার তৈরি অত্যানুধিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ ক্রয় করা হলে মার্কিন নিষেধাজ্ঞা পাশ কাটানোর বিষয়ে ভারত দৃঢ় আশাবাদী। এমনটিই জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সিতারামন।

একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জোর দিয়ে বলেন, প্রতিরক্ষা খাতে শক্তিশালী হওয়ার জন্য রাশিয়ার তৈরি সমরাস্ত্রের প্রয়োজন রয়েছে।

এস-৪০০ কেনার বিষয়ে ওয়াশিংটনের সঙ্গে যখন চীন ও তুরস্কের টানাপড়েন চলছে তখন ভারতের পক্ষ থেকে এ বক্তব্য এলো।

যেসব দেশ রাশিয়ার সমরাস্ত্র কিনবে সেসব দেশের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার হুমকি দিয়েছে আমেরিকা। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত অক্টোবরে মার্কিন হুমকি উপেক্ষা করে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা এস-৪০০ ক্রয় করার লক্ষ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ৫ বিলিয়ন ডলার অর্থ মূল্যের চুক্তিতে স্বাক্ষর করেন।

সিতারামন বলেন, ক্ষেপণাস্ত্র ক্রয়ের কারণ মার্কিন প্রশাসনের কাছে তুলে ধরা হয়েছে। আশা করা যাচ্ছে যে ওয়াশিংটন সেগুলো গ্রহণ করবে এবং নয়া দিল্লীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা থেকে বিরত থাকবে।

তিনি আরো বলেন, ‌আমাদের পক্ষ থেকে যথাযোগ্য ব্যাখ্যা দেওয়া হয়েছে। আমাদের উপস্থাপিত কারণগুলোকে তারা সাদরে গ্রহণ করেছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর