তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে করা চারটি আবেদনের শুনানি দুই সপ্তাহের জন্য মুলতবি করেছেন আপিল বিভাগ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয় এবং এর অধীনে তিনটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০০৪ সালের ৪ আগস্ট হাইকোর্ট এক রায়ে এই ব্যবস্থাকে বৈধ ঘোষণা করেন, যা পরবর্তীতে আপিল বিভাগেও বহাল থাকে। তবে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশের আগেই সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করে বিগত আওয়ামী লীগ সরকার। এরপর, ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর দাবিতে আবেদন করেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক বদিউল আলম...
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে রিভিউ শুনানি দুই সপ্তাহ মুলতবি
অনলাইন ডেস্ক

সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারির নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারির নির্দেশনা দিয়েছেন আদালত। আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) দুদকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। এর আগে, গত ১৩ জানুয়ারি বেনজীর ও তার বড় মেয়ে ফারহীন রিশতা বিনতে বেনজীরের আয়কর নথি জব্দের আদেশ দেন আদালত। ৮ জানুয়ারি বেনজীরের স্ত্রী জীশান মীর্জা ও ছোট মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজীরের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছিলেন আদালত। গত ১৫ ডিসেম্বর বেনজীর ও তার স্ত্রী-সন্তানদের বিরুদ্ধে চারটি মামলা করে দুদক। মামলার অভিযোগে বলা হয়, বেনজীর ৯ কোটি ৪৪ লাখ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ২ কোটি ৬২ লাখ টাকা সম্পদের তথ্য গোপন করেছেন। তার স্ত্রীর জীশান মীর্জা ৩১ কোটি ৬৯ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ১৬...
‘বিএনপি করতাম’ বলার পর শমসেরকে ‘পল্টিবাজ’ বললেন পিপি
অনলাইন ডেস্ক

ঢাকার যাত্রাবাড়ী থানায় করা পারভেজ মিয়া হত্যা মামলায় তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীকে চারদিনের রিমান্ডে দিয়েছেন আদালত। সোমবার (১০ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালত এ আদেশ দেন। রিমান্ডের শুনানির সময় আদালতের কাছে নিজের মুক্তিযোদ্ধা পরিচয় তুলে ধরেন শমসের মবিন চৌধুরী। বলেন, মাননীয় আদালত, ৫ আগস্ট তো আমি বাসায় ছিলাম। আমি কোনো খুনের ঘটনার সঙ্গে জড়িত নই। আমি তো প্রমাণ করে দিতে পারব ৫ আগস্ট আমি বাসায় ছিলাম। আমাকে রিমান্ডে দেওয়ার আবেদন নাকচ করা হোক। আরও পড়ুন পিনাকী, ইলিয়াস ও কনক সরওয়ারকে নিয়ে বললেন সারজিস ১০ ফেব্রুয়ারি, ২০২৫ একপর্যায়ে শমসের মবিন চৌধুরী আদালতকে বলেন, আমি তো ১৫ বছর বিএনপির রাজনীতি করেছি মাননীয় আদালত। শমসের মবিন চৌধুরীর এ বক্তব্যের পর ঢাকা মহানগর দায়রা জজ আদালতের...
জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় খালাস পেলেন মাহমুদুর রহমান
অনলাইন ডেস্ক

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা ষড়যন্ত্রের মামলায় আপিল করে খালাস পেয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। মাহমুদুর রহমানের আইনজীবী তানভির আহমেদ আলামিন বিষয়টি নিশ্চিত করেন। সোমবার (১০ ফেব্রুয়ারি) ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. ইব্রাহিম মিয়ার আদালত এ রায় ঘোষণা করেন। রায়ের পর মাহমুদুর রহমান সন্তোষ প্রকাশ করে বলেন, এই মিথ্যা মামলা শুধু আমাকে দীর্ঘদিন কারাবন্দি রাখার জন্য করা হয়েছিল। তার আইনজীবীরা মামলাটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে বলেন, এই মিথ্যা মামলার সঙ্গে যারা জড়িত, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা উচিত। তারা আরও বলেন, দেশে যে সরকারই ক্ষমতায় আসুক, ন্যায়বিচার নিশ্চিত করতে বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করা জরুরি। এর আগে গত ২৩ জানুয়ারি...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর