হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি আলী আমজাদ তালুকদার। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে আমেরিকায় যাওয়ার সময় বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। জানা গেছে, আওয়ামী লীগ নেতা আলী আমজাদ তালুকদার এ উপজেলার শিবপাশা ইউপির সাবেক তিনবারের চেয়ারম্যান। বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে হামলার অভিযোগে তার বিরুদ্ধে মামলা রয়েছে। আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মাঈদুল হাছান জানান, বিমানবন্দর থেকে গ্রেপ্তারের পর দুপুর পর্যন্ত তাকে ঢাকায় রাখা হয়েছে। শুক্রবারই তাকে হবিগঞ্জ ফিরিয়ে এনে আদালতে সোপর্দ করা হবে। news24bd.tv/তৌহিদ
আমেরিকা যাওয়া হলো না আ.লীগ নেতার, বিমানবন্দরে ধরা
অনলাইন ডেস্ক

পাঁচ আগস্ট নিহত শহীদ হাসানের জানাজা ও কফিন মিছিল অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক

রাজধানীর যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে নিহত শহীদ হাসান মিয়ার জানাজা ও কফিন মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের সামনে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা অংশ নেন। পরে নিহত শহীদ হাসানের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এসময় তার বাবা-মা কান্নায় ভেঙে পড়েন এবং হত্যার বিচার দাবি করেন। জানাজা শেষে রাজু ভাস্কর্যের সামনে থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে একটি কফিন মিছিল বের করা হয়, যা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে গিয়ে শেষ হয়। মিছিল থেকে জুলাই-আগস্টে নির্বিচারে গুলি করে সাধারণ ছাত্র ও জনগণকে হত্যার অভিযোগে সরকারের বিচার দাবি করা হয়। জানা যায়, হাসানের বাড়ি ভোলার সদর উপজেলার কাছিয়া সাহা মাদার গ্রামে। তিনি যাত্রাবাড়ী সুতিখালপাড় বালুর মাঠ...
আজ সন্ধ্যা ৬টা থেকে যেসব কাজ করা যাবে না
অনলাইন ডেস্ক

আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ধর্মীয় গাম্ভীর্যের সঙ্গে রাতে পালিত হবে পবিত্র শবে বরাত। বকরতময় এ রাত উপলক্ষে বেশ কিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপির নির্দেশনা অনুযায়ী, আজ সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল শনিবার সকাল ৬টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি-পটকা ফোটানো, বিস্ফোরক দ্রব্য বেচাকেনা, বহন ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। গতকাল ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শবে বরাতের পবিত্রতা রক্ষা, শান্তিপূর্ণভাবে পালন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরদিন শনিবার সকাল ৬টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি ও পটকা ফোটানো, বিস্ফোরক দ্রব্য বেচাকেনা, বহন ও ব্যবহার নিষিদ্ধ করা হলো। ডিএমপি...
যাত্রাবাড়ীতে আগুন
অনলাইন ডেস্ক

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় একটি প্লাস্টিকের স্তূপে অগুন লেগেছে। পরে যাত্রাবাড়ী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা (মিডিয়া) আনোয়ার ইসলাম বলেন, আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা ১৬ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। শাক-সবজি ফল রাখার প্লাস্টিকের ক্যারেটের স্তূপে আগুন লাগে। আগুনের খবর পেয়ে আমাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অল্প সময়ে মধ্যে আগুন নিয়ন্ত্রণ আনে। news24bd.tv/তৌহিদ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর