প্রকৃতির বুকে বসন্তের আগমনে ঋতুর পালাবদলের সুর ধরা দিয়েছে, আর বাঙালির হৃদয়ে জেগেছে উৎসবের উচ্ছ্বাস। মাধবী ও বোগেনভিলিয়ার বাহারি শোভা, কোকিলের কুহু ধ্বনি আর দখিনা বাতাসে দোল খাওয়া কৃষ্ণচূড়া জানান দিচ্ছে বসন্তের আনুষ্ঠানিক আগমন। বসন্ত মানেই প্রাণের স্পন্দন, রঙের ছটা, আর উৎসবের আনন্দ। গ্রাম হোক কিংবা শহর, বসন্ত বরণে বাঙালি যেন মেতে ওঠে নিজস্ব ঐতিহ্যের সৌন্দর্যে। ঐতিহ্যবাহী বাসন্তী শাড়ি ও পাঞ্জাবির পাশাপাশি এখন আধুনিক ফ্যাশনের ছোঁয়ায় বসন্ত উৎসবে যোগ হয়েছে নতুন মাত্রা। তরুণ-তরুণীদের পোশাকে লাল, হলুদ আর বাসন্তী রঙের প্রাধান্য ফুটিয়ে তোলে ঋতুর রঙিন আবেদন। কবি সুভাষ মুখোপাধ্যায়ের ভাষায়- ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। আজ ১লা ফাল্গুন মানে আজ থেকে শুরু ঋতু বসন্ত। আর বসন্ত মানেই পূর্ণতা, বসন্ত মানেই নতুন প্রাণের কলরব। পাতা ঝরা দিন মনে করিয়ে দিচ্ছে, বসন্ত...
বসন্তের ছোঁয়ায় প্রাণোচ্ছল প্রকৃতি
অনলাইন ডেস্ক

এশিয়ান পেইন্টস প্রথমবারের মতো বাংলাদেশে নিয়ে এলো নন-স্টিক পেইন্ট
অনলাইন ডেস্ক

বাংলাদেশের রঙের দুনিয়ায় এক নতুন যুগের সূচনা করেছে এশিয়ান পেইন্টস। বাড়ি রাঙাতে এখন আর সাধারণ প্লাস্টিক পেইন্টের ওপর নির্ভর করতে হবে না। কেননা এশিয়ান পেইন্টস নিয়ে এসেছে আল্ট্রা নন-স্টিক ইমালশন (Ultra Nonstick Emulsion), যা রঙের প্রযুক্তিতে নতুন মান স্থাপন করেছে। নতুন এই উদ্ভাবনী, উন্নত ও আধুনিক প্রযুক্তি হাজির করে এশিয়ান পেইন্টস আবারও প্রমাণ করেছে, তারা সবসময় গ্রাহকদের সর্বোচ্চ সন্তুষ্টি দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আল্ট্রা নন-স্টিক ইমালশন সাধারণ প্লাস্টিক পেইন্ট থেকে একেবারে আলাদা। এটি দেয়ালে দাগ বা ময়লা জমতে দেয় না, ফলে দেয়াল পরিষ্কার করা নিয়ে থাকতে পারেন একদম দুশ্চিন্তামুক্ত। আরও চমকপ্রদ বিষয় হলো, এই পেইন্ট পাওয়া যাচ্ছে প্লাস্টিক পেইন্টের সমান মূল্যে। আল্ট্রা নন-স্টিক পেইন্টের ইন্টেরিয়র ভ্যারিয়েন্ট সাধারণ প্লাস্টিক পেইন্টের তুলনায় প্রদান করে ৫ গুণ...
রাজনীতিতে নাম লেখালেন ডা. সাবরিনা
অনলাইন ডেস্ক

নানান কারণে আলোচিত-সমালোচিত নাম ডা. সাবরিনা হুসেন (মিষ্টি)। তিনি এবার যুক্ত হয়েছেন রাজনীতিতে। সম্প্রতি জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এ যোগ দেন ডা. সাবরিনা। সংগঠনটির কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে তাকে জিসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। বুধবার এক গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেন তিনি। রাজনীতিতে যুক্ত হওয়ার কারণ সম্পর্কে ডা. সাবরিনা বলেন, আমার দাদি খালেদা রব্বানি ১৯৭৮ সাল থেকে চারবার এমপি ছিলেন । আমার চাচা রেজা হোসেন দিনাজপুর-১ আসনে বিএনপির দলীয় এমপি ছিলেন। সেই ধারাবাহিকতায় আমার বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হওয়া। সাবরিনা বলেন, এর আগে আমি সরকারি চাকরি করতাম যে কারণে রাজনীতি করার সুযোগ ছিল না। এখন আমি কিছু কাজ করছি একটা প্ল্যাটফর্ম খুঁজছি মানুষের জন্য, কাজ করার জন্য। তাই জিসাসে যুক্ত হয়েছি। বিগত সরকারের...
ভালোবাসা দিবসে প্রিয়জনকে খুশি করার সেরা ১০ উপহার

ভালোবাসা দিবসকে ঘিরে সবার মধ্যে অন্যরকম আনন্দ কাজ করে। দিনটি স্মরণীয় করে রাখতে অর্থবহ উপহারের গুরুত্ব অনেক। সঠিক উপহার শুধু প্রিয়জনকে আনন্দই দেয় না, বরং সম্পর্কের গভীরতাও প্রকাশ করে। পছন্দ, প্রয়োজন ও আবেগের সমন্বয়ে কিছু চমৎকার উপহার দেওয়া যেতে পারে, যা দীর্ঘদিন মনে থাকবে। নিচে এমন ১০টি উপহার তুলে ধরা হলো- সুগন্ধি: একটি ভালো পারফিউম শুধু সুন্দর সুবাসই ছড়ায় না, বরং এটি আত্মবিশ্বাস বাড়ায় এবং ব্যক্তিত্বকে আরও আকর্ষণীয় করে তোলে। প্রতিবার ব্যবহারের সময় এটি প্রিয়জনকে আপনাকে মনে করিয়ে দেবে। ভালোবাসা ও ঘনিষ্ঠতার নিদর্শন হিসেবে সুগন্ধি হতে পারে নিঃসন্দেহে সেরা উপহার। ঘড়ি: ঘড়ি শুধু সময় দেখার যন্ত্র নয়, এটি স্মৃতি ও মূল্যবোধের প্রতীক। প্রিয়জনের জন্য এটি একটি আদর্শ উপহার, যা প্রতিদিন ব্যবহার করা যায়। ঘড়ি উপহার দেওয়া মানে সময়ের মূল্য বোঝানো এবং...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর