প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ বিকেলে চট্টগ্রামে গ্রামীণ ব্যাংকের প্রথম শাখা পরিদর্শন করেছেন। এই শাখাটি প্রথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কাছাকাছি স্থাপিত হয় এবং পরে এটি হাটহাজারীর একটি ভবনে স্থানান্তর করা হয়। গ্রামীণ ব্যাংকের শাখা পরিদর্শনের পরে প্রধান উপদেষ্টা হাটহাজারীর বাথুয়া গ্রামে নিজ পৈতৃক বাড়ি পরিদর্শন করেন এবং সেখানকার স্থানীয়দের সঙ্গে সাক্ষাৎ করেন। নিজ পৈতৃক বাড়ি পরিদর্শনকালে তিনি তার পূর্বপুরুষদের কবর জিয়ারত করেন। news24bd.tv/আইএএম
গ্রামীণ ব্যাংকের প্রথম শাখা পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা
অনলাইন ডেস্ক

জ্বালানি সহযোগিতা নিয়ে কুয়েতের সঙ্গে বাংলাদেশের আলোচনা
অনলাইন ডেস্ক

জ্বালানি সহযোগিতা নিয়ে কুয়েতের তেলমন্ত্রী তারেক আল-রৌমির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। বুধবার (১৪ মে) এক বার্তায় দূতাবাস জানিয়েছে, মঙ্গলবার কুয়েত সিটিতে অনুষ্ঠিত এ বৈঠকে তারা দুই দেশের মধ্যে জ্বালানি সহযোগিতা সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করেন। গত মার্চ মাসে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশে অপরিশোধিত তেল শোধনাগার স্থাপনের জন্য কুয়েতকে একটি যৌথ উদ্যোগে বিনিয়োগের আহ্বান জানান। বাংলাদেশে কুয়েতের নবনিযুক্ত রাষ্ট্রদূত আলী তুনিয়ান আব্দুল ওহাব হামাদা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান।...
ড. ইউনূসকে পেয়ে আবেগাপ্লুত বাথুয়াবাসী
নিজস্ব প্রতিবেদক

নিজ গ্রামবাসী, পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাৎ করে আনন্দময় কিছু সময় কাটিয়ে চট্টগ্রামে দিনভর কর্মসূচি শেষ করে ফিরে গেলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একান্ত আপনজন ঘরের মানুষ, যিনি সরকারকে নেতৃত্ব দিচ্ছেন তাকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সাধারণ মানুষ। বুধবার (১৪ মে) বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনের অনুষ্ঠান শেষে নিজ গ্রাম হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামের পৈতৃক বাড়িতে যান ড. মুহাম্মদ ইউনূস। বিকেল পাঁচটার পর সেখানে পৌঁছে হাজী মোহাম্মদ নজু মিঞা সওদাগর বাড়ির অদূরে নুরালী বাড়ি উপডাকঘর সংলগ্ন কবরস্থানে শায়িত দাদা-দাদিসহ প্রয়াত স্বজনদের কবর জিয়ারত করেন। এরপর সেখানে মাঠে সমবেত গ্রামবাসীর সামনে হাজির হয়ে নিকটাত্মীয় ও এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং বক্তব্য দেন। বক্তব্যে প্রধান উপদেষ্টা...
আইজিপির সঙ্গে রবার্ট এফ কেনেডি মানবাধিকার সংস্থার প্রতিনিধিদলের সাক্ষাৎ
অনলাইন ডেস্ক

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস সংস্থার উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল। বুধবার (১৪ মে) সকালে রাজধানীর পুলিশ সদর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সংস্থার প্রেসিডেন্ট কেরি কেনেডির নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দলে ছিলেন ভাইস-প্রেসিডেন্ট (ইন্টারন্যাশনাল অ্যাডভোকেসি অ্যান্ড লিটিগেশন) অ্যানজেলিটা বেয়েনস এবং এশিয়া স্টাফ অ্যাটর্নি ক্যাথরিন কুপার। পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া ও জনসংযোগ) ইনামুল হক সাগর জানান, সাক্ষাৎকালে প্রতিনিধিদল বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, আইন প্রয়োগে জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিয়ে আলোচনা করেন। আলোচনায় আইজিপি বাহারুল আলম বলেন, বাংলাদেশ পুলিশ মানবাধিকার সমুন্নত রেখেই আইন প্রয়োগ করে থাকে।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর