রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর, যা আগামী পাঁচ দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। অন্যদিকে দেশের বাকি বিভাগগুলোতেও দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ বৃহস্পতিবার (১৫ মে) দেওয়া আগামী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানায় অধিদপ্তর। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত বার্তায় জানানো হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণপশ্চিমাঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী...
টানা ও ভারী বৃষ্টিপাতের বিষয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস
নিজস্ব প্রতিবেদক

প্রতি হাসপাতালে অন্তত একটি বিশেষায়িত শিশু অ্যাম্বুলেন্স রাখার আহ্বান
নিজস্ব প্রতিবেদক

অনতিবিলম্বে দেশের প্রতিটি হাসপাতালে অন্তত একটি করে শিশুদের জন্য বিশেষায়িত অ্যাম্বুল্যান্স এর ব্যবস্থা করার আহ্বান ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ- ড্যাবের। রাজধানীর তেজগাঁওয়ে পাঁচ বছরের শিশু রোজা মনির অকাল মৃত্যু এবং তার লাশ সিএনজিতে করে পাঠানোর প্রতিবাদে সংবাদ সম্মেলনে এ দাবী জানিয়েছেন সংগঠনটি নেতারা। বৃহস্পতিবার (১৫ মে) সকালে জাতীয় প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ড্যাব। এসময় তারা বলেন, অনতিবিলম্বে নিহত শিশু রোজা মনির ঘটনার সুষ্ঠু তদন্ত না করা হলে কঠোর কর্মসূচি দেবেন তারা। এর আগে সোমবার রাজধানী থেকে নিখোঁজ হয় পাঁচ বছরের শিশু রোজা মনি। পরেরদিন ময়লার স্তূপে বস্তার ভেতর থেকে মেলে রোজা মনির নিথর দেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য পাঠানো হয় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে। সেদিন বিকাল ৫টার দিকে মর্গ থেকে সিএনজি অটোরিকশায় লাশ নিয়ে...
সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার (১৫ মে) বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানা যায়। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের সসই করা সতর্কবার্তায় বলা হয়েছে, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেটে ঝড়ের আশঙ্কা রয়েছে। পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে এই ঝড় হতে পারে। পাশাপাশি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই ৯ জেলার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। news24bd.tv/RU
মালয়েশিয়া যেতে চাওয়া ১২ লাখ কর্মীর ভাগ্য নির্ধারণ আজ
অনলাইন ডেস্ক

মালয়েশিয়ায় যেতে চাওয়া ১২ লাখ লোকের কর্মসংস্থানের প্রক্রিয়া শুরু হয়েছে। এরমধ্যে ৫০ হাজার শ্রমিক আনা হবে যাদের কোনোরকম টাকা খরচ হবে না। বিভিন্ন ক্যাটাগরিতে দুই দেশের সরকার বিনা খরচে আসা শ্রমিকের তালিকা নিশ্চিত করবে। এ নিয়ে আজ বৃহস্পতিবার (১৫ মে) বিকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাশুসন ইসমাইল ও মানবসম্পদ মন্ত্রী স্টিভেন সিম চি কেওয়ার সঙ্গে যৌথ সভায় মিলিত হবেন। সেখানে এ সংক্রান্ত একটি চুক্তি হওয়ার কথা রয়েছে। গত বছর ৪ অক্টোবর সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আসেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. আনোয়ার ইব্রাহিম। রাজধানী ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে দ্বিপক্ষীয় বৈঠক হয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে। সে বৈঠক শেষে ড. ইউনূস বলেছেন, মালয়েশিয়ার সঙ্গে...