‘পুরো পাকিস্তান’ এখন ভারতীয় ক্ষেপণাস্ত্রের আওতায়

এক হাজার কিলোমিটার পাল্লার পরমাণু ক্রুজ ক্ষেপণাস্ত্র নির্ভয়

‘পুরো পাকিস্তান’ এখন ভারতীয় ক্ষেপণাস্ত্রের আওতায়

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

এক হাজার কিলোমিটার পাল্লার পরমাণু ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘নির্ভয়ের পরীক্ষা চালিয়েছে ভারত। সোমবার উড়িষ্যার উপকূলে এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা সফল হয়েছে বলে ভারতীয় সূত্রগুলো দাবি করেছে।

এ পরীক্ষার মধ্য দিয়ে পাকিস্তানের সব শহরই ভারতীয় ক্রুজ ক্ষেপণাস্ত্রের আওতায় এসেছে বলেও জানানো হয়েছে।

শব্দের চেয়ে কম গতির বা সাব-সনিক 'নির্ভয়' তৈরি করেছে ভারত।

ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, সকল আবহাওয়ায় ব্যবহার উপযোগী নিরেট জ্বালানি শক্তিতে পরিচালিত দূরপাল্লার 'নির্ভয়'কে বহুমুখী মঞ্চ থেকে ছোঁড়া যায়। এ ক্ষেপণাস্ত্র একাধারে প্রচলিত এবং পরমাণু বোমা বহন করতে পারে।

ছয় মিটার দীর্ঘ নির্ভয়ের ব্যাস ০.৫২মিটার এবং এর পাখার পরিধি ২.৭ মিটার।

কি উদ্দেশ্যে ছোঁড়া হয়েছে তার ওপর ভিত্তি করে ২৪টি ভিন্ন ধরণের বোমা বহন করতে পারে 'নির্ভয়। '

লক্ষ্য কেন্দ্রের চারপাশে চক্কর দেওয়ার এবং অনেকগুলো লক্ষ্য থেকে সুনির্দিষ্টভাবে একটি লক্ষ্যবস্তু নির্ণয় করে হামলা করার ক্ষমতা আছে এর।

ভূমি থেকে ১০০ মিটার থেকে শুরু করে চার কিলোমিটার পর্যন্ত উচ্চতা দিয়ে উড়তে সক্ষম এটি।

এছাড়া, শত্রু রাডারকে ফাঁকি দেওয়ার জন্য এটি কম উচ্চতা দিয়েও উড়তে পারে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর