গত বছরের নভেম্বর থেকে রাজধানীসহ সারা দেশে ভূমিসেবার নাকাল দশা। দিনের পর দিন ভূমি অফিসে দৌড়ঝাঁপ করেও হচ্ছে না নামজারি। পরিশোধ করা যাচ্ছে না খাজনা। পাওয়া যাচ্ছে না খতিয়ান, ডিসিআর। সব ক্ষেত্রে দেখানো হচ্ছে সার্ভার ত্রুটির অজুহাত। স্থবির হয়ে পড়েছে জমি নিবন্ধন কার্যক্রম। ভুক্তভোগী অনেকে ভূমিসেবায় হঠাৎ এমন স্থবিরতার জন্য সরকারকে দায়ী করছেন। কেউ কেউ বলছেন, সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলতে একটা শ্রেণি তৎপর রয়েছে। তারা ইচ্ছাকৃতভাবে জনদুর্ভোগ বাড়াচ্ছে। তবে ভূমিসেবায় ভোগান্তি নিয়ে মাঝেমধ্যে দুঃখ প্রকাশ করে দায় সারছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। সরকার বাজেট ঘাটতির জন্য শতাধিক পণ্য ও সেবার ওপর ভ্যাট বাড়াচ্ছে অথচ সরকারের পাওনা ভূমিকর সরকারকে দিতে পারছে না জনগণ। এতে একদিকে সরকার রাজস্ববঞ্চিত হচ্ছে, অন্যদিকে সাধারণ মানুষের মধ্যে সরকারবিরোধী ক্ষোভ তৈরি...
সরকারের ভিতর সরকার!
শামীম আহমেদ
নিজস্ব প্রতিবেদক

যথাযথ অগ্নি নিরাপত্তা ছিল কিনা খতিয়ে দেখবে ডিএনসিসি
অনলাইন ডেস্ক

রাজধানীর কারওয়ান বাজারে জাহাঙ্গীর টাওয়ারের একটি ক্যাফেতে শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় অগ্নিকাণ্ডের মাত্র আধা ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনার পরপরই ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ যথাযথ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন এবং সার্বক্ষণিক পরিস্থিতির খোঁজখবর রেখেছেন। তিনি ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও সরাসরি যোগাযোগ রাখেন। ডিএনসিসি প্রশাসক ভবন ও রেস্টুরেন্টে যথাযথ অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ছিল কিনা তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি কারওয়ান বাজারসহ ডিএনসিসির আওতাধীন রেস্টুরেন্টগুলোর অগ্নি নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনার জন্য আগামীকাল থেকে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন। ডিএনসিসির এই...
তিন দিনব্যাপী ডিসি সম্মেলন শুরু আজ, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ নেই
অনলাইন ডেস্ক

আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন। তবে রেওয়াজ থাকলেও এবারও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে ডিসিদের সাক্ষাৎ হচ্ছে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, সময়ের অভাবে রাষ্ট্রপতির সঙ্গে কোনো অধিবেশন থাকছে না। ডিসি সম্মেলন আজ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। সকাল সাড়ে ১০টায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সম্মেলনের উদ্বোধন করবেন। গতবারের মতো এবারও রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সম্মেলনের মূল কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে চারটি বিশেষ অধিবেশন এবং ৩০টি কর্ম অধিবেশন রয়েছে। এর মধ্যে রয়েছে ১. প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ ২. প্রধান উপদেষ্টার সঙ্গে মুক্ত আলোচনা ৩.বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস...
পাঠ্যবই সংশোধনে সিদ্ধান্তের অপেক্ষায় এনসিটিবি
অনলাইন ডেস্ক

বাংলাদেশের দুটি পাঠ্যবই এবং জরিপ অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এশিয়ার মানচিত্র নিয়ে আপত্তি জানিয়েছে চীন। দেশটির দাবি, মানচিত্রে তাদের ভূখণ্ড জ্যাংনান ও আকসাই চীনকে যথাক্রমে ভারতের অরুণাচল প্রদেশ ও জম্মু-কাশ্মিরের অংশ হিসেবে দেখানো হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সেগুলো সংশোধন বা পরিমার্জনের ক্ষেত্রে সরকারের নির্দেশনার অপেক্ষায় রয়েছে পাঠ্যপুস্তক প্রণয়ন ও ছাপার দায়িত্বে থাকা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এনসিটিবি সূত্র বলছে, ইবতেদায়ি মাদ্রাসার চতুর্থ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং নবম ও দশম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের কিছু তথ্য ও মানচিত্র নিয়ে আপত্তি জানিয়ে গত নভেম্বরে এনসিটিবিকে চিঠি দেয় ঢাকার চীনা দূতাবাস। এর পরিপ্রেক্ষিতে বেশ কিছু তথ্য সংশোধন করা হয়েছে। যেমন জনসংখ্যার দিক থেকে চীনের অবস্থান দ্বিতীয়, চীন...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর