গাজীপুরে ছাত্র-জনতার ওপর আক্রমণের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করা না হলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। শিক্ষার্থীদের ওপর আক্রমণের ঘটনায় আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনের ডাকা বিক্ষোভ-সমাবেশে তিনি এ কথা বলেন। সারজিস বলেছেন, আজ রাতের মধ্যে গাজীপুরের ছাত্র-জনতার ওপর হামলায় জড়িতদের যদি গ্রেপ্তার করা না হয় তাহলে সরকার ও পুলিশের বিপক্ষে অবস্থান নেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ-সমাবেশ করেছেন জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা। আজ দুপুর ১২টার দিকে গাজীপুর জেলা শহরের রাজবাড়ী মাঠে জাতীয় নাগরিক কমিটির গাজীপুর জেলা ও মহানগর শাখার আয়োজনে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়।...
‘রাতের মধ্যে মোজাম্মেল বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কঠোর পদক্ষেপ’
অনলাইন ডেস্ক

ফার্মগেট এলাকায় ৩ ককটেল সদৃশ বস্তু উদ্ধার, নিষ্ক্রিয় করলো সিটিটিসি

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ফার্মগেট এলাকার আনন্দ সিনেমা হলের সামনে ফুটপাতে পাওয়া তিনটি ককটেল সদৃশ বস্তু সফলভাবে নিষ্ক্রিয় করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) বোম্ব ডিসপোজাল টিম। সিটিসিসি জানায়, শনিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টা ১০ মিনিটে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কলের মাধ্যমে পাওয়া সংবাদের ভিত্তিতে শেরেবাংলা নগর থানা পুলিশ জানতে পারে ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনের ফুটপাতে একটি কালো রঙের ব্যাগে তিনটি ককটেল সদৃশ বস্তু রয়েছে। ওই সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থল ও এর আশেপাশের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করে। সিটিটিসি সূত্রে আরও জানা যায়, বোমা সদৃশ বস্তু পাওয়ার বিষয়টি শেরেবাংলা নগর থানা পুলিশ সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানালে বোম্ব ডিসপোজাল...
দেশজুড়ে শুরু ‘অপারেশন ডেভিল হান্ট’
নিজস্ব প্রতিবেদক

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সারাদেশে সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভা এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। আজ শনিবার থেকেই গাজীপুর এলাকাসহ সারাদেশে এই অভিযান শুরু হবে। অপারেশন ডেভিল হান্ট এর ব্যাপারে রোববার (৯ ফেব্রুয়ারি) প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আরও পড়ুন গাজীপুরে মোজাম্মেল বাহিনীর বিরুদ্ধে চলছে বিক্ষোভ ০৮ ফেব্রুয়ারি, ২০২৫ উল্লেখ্য, শুক্রবার রাতে পতিত স্বৈরাচারের সন্ত্রাসীদের হামলায় কয়েকজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ক্ষোভে ফেটে...
গাজীপুরে মোজাম্মেল বাহিনীর বিরুদ্ধে চলছে বিক্ষোভ
অনলাইন ডেস্ক

গাজীপুরে শিক্ষার্থীদের ওপর আক্রমণের ঘটনায় বৈষম্যবিরোধী আন্দোলনের ডাকা বিক্ষোভ সমাবেশ এরই মধ্যে শুরু হয়ে গেছে। বৈষম্যবিরোধী আন্দোলনের ডাকে কর্মসূচিটি পালিত হলেও এ মঞ্চে জাতীয় নাগরিক কমিটির গাজীপুর জেলা ও মহানগরের নেতৃবৃন্দ, ইসলামী ছাত্রশিবিরসহ আওয়ামী বিরোধী বিভিন্ন দল ও সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন। আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল শুরু হয়। সরেজমিনে দেখা যায়, বিভিন্ন এলাকা থেকে খণ্ডখণ্ড মিছিল নিয়ে দুপুরে মহানগরীর রাজবাড়ী মাঠে বিক্ষোভ সমাবেশে যোগ দেন বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী আন্দোলনের ডাকে এ বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। রাজবাড়ী মাঠে একটি ট্রাকের ওপর তৈরি করা অস্থায়ী মঞ্চে দাঁড়িয়ে কেন্দ্রীয় ও গাজীপুরের নেতারা বক্তব্য রাখছেন। দুপুর ১২টার টার দিকে শুরু হওয়া সমাবেশে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর