নয়াদিল্লি বিধানসভা নির্বাচনে নিজ আসনে হেরেছেন আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। বিজেপি প্রার্থী পরবেশ বর্মার কাছে ৩ হাজার ১৮২ ভোটের ব্যবধানে হেরেছেন তিনি। গত বুধবার ভারতের দিল্লিতে বিধানসভার ভোটগ্রহণ শেষ হয়, আজ চলছে ভোট গণনা। ভোটগ্রহণ শেষ হওয়ার পর বেশিরভাগ বুথফেরত জরিপে বিজেপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পূর্বাভাস দিয়েছে, ৭০ সদস্যের বিধানসভায় তাদের ৩৫টিরও বেশি আসন পাওয়ার কথা জানিয়েছে। ভারতের নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত তথ্য অনুসারে, ৬০ শতাংশের বেশি যোগ্য ভোটার এবার ভোট দিয়েছেন। রাজধানী হিসেবে প্রতীকী গুরুত্বের কারণে, দিল্লি জয় উভয় দলের জন্যই একটি মর্যাদার লড়াই। ফেডারেল-শাসিত অঞ্চলটি ২০১৩ সাল থেকে আপের অধীনে পরিচালিত হয়েছে।...
ধরাশায়ী কেজরিওয়াল, দিল্লির মসনদে বিজেপি
অনলাইন ডেস্ক

দিল্লি দখলের পথে বিজেপি
অনলাইন ডেস্ক

দিল্লিতে ২৭ বছর পর ক্ষমতার দখলে যাচ্ছে বিজেপি। ৮ ফেব্রুয়ারি (শনিবার) দুপুর পর্যন্ত ভোট গণনার ফলাফল অনুযায়ী, বিজেপি ৭০ আসনের মধ্যে ৪৮ আসনে এগিয়ে রয়েছে এবং আম আদমি পার্টি (আপ) ২২ আসনে এগিয়ে আছে। এদিকে, কংগ্রেস কোনো আসনও নিশ্চিত করতে পারেনি। এনডিটিভি সূত্রে জানা গেছে, ভোট গণনা শুরুর তিন ঘণ্টার মধ্যে বিজেপি ৪৮টি আসনে এগিয়ে এবং আপ ২২টি আসনে এগিয়ে ছিল। কংগ্রেস এখনও শূন্য হাতে থাকার পথে। এবারের নির্বাচনে আপের ব্যাপক পরাজয় দলের শীর্ষ নেতাদেরও বিপদে ফেলেছে। আপের প্রধান অরবিন্দ কেজরিওয়াল এবং সাবেক উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া যথাক্রমে নয়াদিল্লি ও জংপুরা আসনে হেরে গেছেন। এর পাশাপাশি, মুখ্যমন্ত্রী অতিশি কালকাজি আসনে পিছিয়ে রয়েছেন, যেখানে বিজেপির রমেশ বিধুরি এগিয়ে আছেন। সবশেষ খবর অনুযায়ী, অরবিন্দ কেজরিওয়াল বিজেপির প্রতিদ্বন্দ্বী পারভেশ সাহেব...
ইউএসএআইডির কর্মীদের জন্য সুখবর, স্থগিত ট্রাম্পের সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির দুই হাজার ২০০ কর্মীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত স্থগিত করেছেন আদালত। এসব কর্মীদের ছুটিতে পাঠানোর বিষয়টি কার্যকর হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে এ পদক্ষেপ নেওয়া হয়। শুক্রবার (৭ ফেব্রুিয়ারি) হাজারো কর্মীকে ছুটিতে পাঠানোর এ পরিকল্পনা আদালতে চ্যালেঞ্জ করেছিল দুটি ইউনিয়ন। পরে শুনানিতে বিচারক কার্ল নিকোলস খুবই সীমিত সময়ের জন্য ট্রাম্পের পরিকল্পনা কার্যকরে এ অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী ইউএসএআইডির বিপুলসংখ্যক কর্মীর মধ্যে মাত্র ৬১১ জনকে চাকরিতে বহাল রাখা হবে। ওয়াশিংটনে সংস্থাটির সদর দপ্তর থেকে ইউএসএআইডির চিহ্ন সরিয়ে ফেলার পর বিচারক ওই আদেশ দেন। গত বৃহস্পতিবার ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টকে (ইউএসএআইডি)...
আজ তিন জিম্মিকে মুক্তি দিচ্ছে হামাস
অনলাইন ডেস্ক

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির শর্ত মেনে আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস। বিনিময়ে ইসরায়েলের বিভিন্ন কারাগারে বন্দি থাকা ১৮৩ ফিলিস্তিনিকে ছেড়ে দেওয়া হবে। হামাসের পক্ষ থেকে মুক্তি পাওয়া তিন ইসরায়েলি বেসামরিক নাগরিকের নাম প্রকাশ করা হয়েছে তারা হলেন, এলি শারাবি, ওহাদ বেন আমি ও ওর লেভি। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর নিশ্চিত করেছে যে, হামাসের পক্ষ থেকে পাওয়া তালিকায় এই তিনজনের নাম রয়েছে এবং তাদের পরিবারকে স্বজনদের মুক্তির বিষয়টি জানানো হয়েছে। এর আগে গতকাল জিম্মি ও নিখোঁজ থাকা ব্যক্তিদের পরিবারের সদস্যদের নিয়ে গঠিত ফোরামের পক্ষ থেকেও তাদের তিনজনের মুক্তির খবরকে স্বাগত জানানো হয়েছে। গত ১৯ জানুয়ারি থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। এর মধ্যে হামাস ১৮ জন জিম্মিকে মুক্তি দিয়েছে, আর ইসরায়েল...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর