কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমানকে ১২ হাজার ২৭৪টি ইয়াবা বড়িসহ আটক করেছে কোস্টগার্ড। আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) ভোর চারটার দিকে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুজিবুর রহমানের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তিনি ঘরের পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করলে কোস্টগার্ড সদস্যরা তাঁকে আটক করেন। পরে তল্লাশি চালিয়ে একটি বস্তার ভেতর লুকানো অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এই ঘটনায় আটক ইউপি চেয়ারম্যানকে টেকনাফ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন। কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক মুজিবুর রহমানকে টেকনাফ থানায়...
সেন্ট মার্টিন ইউপি চেয়ারম্যান ইয়াবাসহ আটক
অনলাইন ডেস্ক

শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড
অনলাইন ডেস্ক

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে আজ শনিবার (৮ ফেব্রুয়ারি)। এদিন সকাল ৯টায় সেখানকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অবশ্য, তাপমাত্রা কম হলেও সকাল থেকে কুয়াশার দাপট তেমন ছিল না। শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। কয়েক দিন ধরেই শ্রীমঙ্গলে দেখা যাচ্ছে শীতের দাপট। বিশেষ করে, রাতে বেশি শীত অনুভূত হচ্ছে। রাতে কুয়াশার ঘনত্বও বেশি থাকে। তীব্র শীতে বিপাকে পড়েছেন চা-বাগানের শ্রমিক ও নিম্ন আয়ের মানুষ। শীত উপেক্ষা করেই খুব সকালে কাজের তাগিদে ঘর থেকে বের হতে হচ্ছে তাদের। শ্রীমঙ্গল থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, টহলে রাতের বেলা বের হয়ে চা-বাগান এলাকায় গেলে মারাত্মক ঠান্ডা থাকে। ঘন কুয়াশা থাকে, কিছু দেখা যায় না। চালককে টহল...
বাড়ি ফেরার পথে বাস চাপায় প্রাণ গেল দুই বন্ধুর
টাঙ্গাইল প্রতিনিধি

বাড়ি ফেরার পথে টাঙ্গাইলের কালিহাতীতে বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার ৫নং ব্রিজের ধলাটেংগুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- রাকিব (২৬) ও রিজভী (২৮)। টাঙ্গাইলের নগরজৈলফে এলাকার বাসিন্দা বলে তাৎক্ষণিক জানা যায় রাকিব ও রিজভী সম্পর্কেদুজনেই বন্ধু। পুলিশ ও স্থানীয়রা জানায়, যমুনা সেতু এলাকা থেকে তারা মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মহাসড়কের উপজেলার ৫নং ব্রিজের ধলাটেংগুর এলাকায় পৌঁছালে উত্তরবঙ্গগামী একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) রাইজ উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি...
গাজীপুরে বিক্ষোভ সমাবেশের ডাক জাতীয় নাগরিক কমিটির
অনলাইন ডেস্ক

গাজীপুরের ধীরাশ্রমে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে সংঘটিত এই হামলায় ১২-১৩ জন আহত হন, যাদের মধ্যে গুরুতর পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জাতীয় নাগরিক কমিটির দাবি, আওয়ামী লীগ ও সাবেক মেয়র জাহাঙ্গীরের সমর্থকরা শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। এর প্রতিবাদে শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় ডিসি অফিস চত্বরে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে সংগঠনটি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম শুক্রবার রাতে ফেসবুকে পোস্ট করে লেখেন, গাজীপুরে আজকেই হবে আওয়ামী সন্ত্রাসীদের শেষদিন, আমরা আসছি। গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, প্রাথমিকভাবে জানা গেছে, ছাত্র-জনতার পরিচয় দিয়ে সাবেক মন্ত্রীর...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর