এই সরকারের অযথা সময়ক্ষেপণ করে ক্ষমতায় থাকার বিন্দুমাত্র ইচ্ছে নেই বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আজ (৮ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। আসিফ নজরুল বলেন, সরকারের সহনশীলতা ও গণতান্ত্রিক মতপ্রকাশের অবাধ স্বাধীনতার কারণে পতিত সরকার কর্মসূচি ঘোষণা দিতে পারছে। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, সংস্কার কার্যক্রমের বাস্তবায়ন শুরু হয়ে গেছে। কিছু কিছু সংস্কার রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে করা হবে। ছয় সংস্কার কমিটি ২ হাজার সুপারিশ করেছে। তিনি জানান, আইনজীবীদের ফি নির্ধারণ করা লিখিত চুক্তি করার প্রস্তাব দেওয়া হয়েছে। কালো টাকা সাদা করার পদ্ধতি চিরস্থায়ী বন্ধ করার সুপারিশ এসেছে। আদালত প্রাঙ্গণে রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ।...
অযথা সময়ক্ষেপণ করে ক্ষমতায় থাকার বিন্দুমাত্র ইচ্ছা নেই সরকারের: আসিফ নজরুল
অনলাইন ডেস্ক

হাতিরঝিলে ৬০০ দৌড়বিদ ছুটেছেন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের সংস্কার ছিল জুলাইয়ের গণঅভ্যুত্থানের পরবর্তী প্রধান লক্ষ্য। একটি বিচারহীনতা, দুর্নীতি ও বৈষম্যমুক্ত দেশ গড়ার স্বপ্ন। তরুণদের আন্দোলনের হাত ধরে অর্জিত এই নতুন অধ্যায়, বাংলাদেশ ২.০-এর সফল বাস্তবায়নের জন্য প্রয়োজন দেশপ্রেম, দায়িত্ববোধ এবং সুস্বাস্থ্যের প্রতি সচেতনতা। তবে জলবায়ুর পরিবর্তন, পরিবেশ দূষণ, মানসিক অবসাদ, খাদ্যে ভেজালসহ নানা চ্যালেঞ্জ আমাদের সুস্থতার পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। এই বাস্তবতাকে সামনে রেখে, স্বাস্থ্য সুরক্ষার গুরুত্বকে তুলে ধরতে এবং একটি শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশের অঙ্গীকারে, শনিবার ঢাকার হাতিরঝিলে ৬০০ জন দৌড়বিদ একসঙ্গে ছুটেছেন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে! দেশের প্রথম নেতৃত্ব প্রশিক্ষণ প্রতিষ্ঠান বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার (বিওয়াইএলসি), প্রতিবছরের মত ৮ ফেব্রুয়ারি স্বাস্থ্য সুরক্ষিত...
ফেসবুকে বেনজীরের বক্তব্য, প্রতিবাদ জানালো পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন

বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের রাষ্ট্রের বিরুদ্ধে গোপন ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানিয়েছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। শনিবার (৮ ফেব্রুয়ারি) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞিপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সীমাহীন দুর্নীতির দায়ে অভিযুক্ত, বিতর্কিত ও বিদেশে পলাতক সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদের একটি বিতর্কিত বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে, যা পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের গোচরীভূত হয়েছে। বিগত ফ্যাসিস্ট সরকারের আজ্ঞাবহ এই পলাতক কর্মকর্তার এহেন বক্তব্য পুলিশ বাহিনীতে কর্মরত সকল সদস্যকে অত্যন্ত ক্ষুব্ধ করেছে। ২০২৪ এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানে হাজার হাজার মানুষ নিজের জীবন বিসর্জন দিয়ে নতুন যে বাংলাদেশ বিনির্মাণের আলোকবর্তিকা স্থাপন করেছে পুলিশ বাহিনী সেই আলোকবর্তিকার...
গাজীপুর সদর থানার ওসিকে প্রত্যাহার করলেন পুলিশ কমিশনার
নিজস্ব প্রতিবেদক

গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন গাজীপুর মহানগর পুলিশের কমিশনার নাজমুল করিম খান। তিনি বলেন, গতকাল রাতে যে ঘটনাটি ঘটেছে, তাতে পুলিশ বাহিনীর পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি। আমি ব্যর্থতা স্বীকার করে নিচ্ছি। হামলাকারী কাউকে ছাড়া হবে না, প্রতিটি হামলার জবাব দেওয়া হবে। যেসব পুলিশ রেসপন্স করতে দেরি করেছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেব। শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাজবাড়ী সড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচিতে গিয়ে পুলিশ কমিশনার নাজমুল করিম খান এসব বলেন। এর আগে দুপুরে নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজবাড়ী সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন সংগঠনটির...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর