বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন-২০২৫ আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। ম্যারাথনের সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, অ্যাথলেটিক্স ফেডারেশনের কর্মকর্তাগণ, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্মকর্তাগণ, বিভিন্ন স্পন্সরবৃন্দ, গণমাধ্যম ব্যক্তিবর্গ এবং ম্যারাথনে অংশগ্রহণকারী দেশি-বিদেশি দৌড়বিদ উপস্থিত ছিলেন। ম্যারাথনে বিভিন্ন ক্যাটাগরিতে ৯৭৬০ জন পুরুষ ও ৭৬৭ জন নারীসহ সর্বমোট ১০ হাজার ১২৭ জন দৌড়বিদ অংশগ্রহণ করেন। ফুল ম্যারাথনে পুরুষ বিভাগে মো. আল-আমিন এবং...
বিশ্বব্যাপী সংহতি ও সুস্বাস্থ্যের বার্তাও বহন করে ম্যারাথন: সেনাপ্রধান
নিজস্ব প্রতিবেদক

আইফোন ১৬ উপহার পাচ্ছেন চ্যাম্পিয়ন বরিশালের সবাই
অনলাইন ডেস্ক

টানা দ্বিতীয়বারের মতোচিটাগাং কিংসকে হারিয়ে বিপিএলের শিরোপা জিতেছে ফরচুন বরিশাল। ঢাকা গ্ল্যাডিয়েটর্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পর তৃতীয় দল হিসেবে টানা দুইবার শিরোপা জিতে উচ্ছ্বসিত বরিশাল ফ্র্যাঞ্চাইজির মালিকানায় থাকা ফরচুন গ্রুপও। তারই নমুনা দেখা গেল খেলোয়াড়দের বাড়তি বোনাসে। চ্যাম্পিয়ন দলের প্রত্যেক খেলোয়াড় এবং টিম ম্যানেজমেন্টে থাকা সবাইকে আইফোন ১৬ উপহার দিয়েছে ফরচুন বরিশাল। খেলোয়াড়দের এই বোনাসের খবর নিশ্চিত করেছেন ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান। তিনি জানান, খেলোয়াড় এবং টিম ম্যানেজমেন্টের সবার হাতেই এরইমাঝে আইফোন ১৬ পৌঁছে দেওয়া হয়েছে। বিপিএলের একাদশ আসরে চ্যাম্পিয়ন হয়ে মোটা অঙ্কের আর্থিক পুরস্কার জিতেছে ফ্রাঞ্জাইজিটি। চ্যাম্পিয়ন দল হিসেবে আড়াই কোটি টাকা প্রাইজমানি পেয়েছে তারা। প্রসঙ্গত, শুক্রবার রাতে হাড্ডাহাড্ডি...
চ্যাম্পিয়নস ট্রফি দল নিয়ে নতুন জটিলতায় পাকিস্তান
অনলাইন ডেস্ক

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাচকরা আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির জন্য যে স্কোয়াড ঘোষণা করেছেন, ওয়াসিম আকরামের মতে সেটি অপ্রত্যাশিত দল। আরেক সাবেক অধিনায়ক রশিদ লতিফের মতে রাজনৈতিক বাছাই। এসব সমালোচনার জেরে চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াড পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি। যদিও পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান বলেছেন, সেরা দলই তৈরি করা হয়েছে। চ্যাম্পিয়নস ট্রফির দলে বদল আনা নিয়ে কোনো আলোচনা হয়নি। বোর্ডপ্রধান ও অধিনায়কের মন্তব্য দুটি এসেছে এমন সময়ে, যখন চ্যাম্পিয়নস ট্রফির জন্য দলে চূড়ান্ত পরিবর্তন আনার সময় এক সপ্তাহও নেই। পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াড নিয়ে যে সমালোচনা, তার কেন্দ্রে খুশদিল শাহ ও ফাহিম আশরাফ। দুজনের কেউই ২০২৩ সালের পর পাকিস্তানের হয়ে খেলেননি। খুশদিল তো ২০২২ সালের পর ওয়ানডেতেই...
শেষ হলো বিপিএল ২০২৫: কে কত টাকা পেলেন?
অনলাইন ডেস্ক

ফরচুন বরিশাল ও চিটাগং কিংসের মধ্যকার রুদ্ধশ্বাস লড়াই দিয়ে শেষ হয়েছে একাদশ আসরের বিপিএল। চিটাগংকে কাঁদিয়ে টানা দ্বিতীয় চ্যাম্পিয়ন শিরোপা ঘরে তুলেছে বরিশাল। শিরোপা হারালেও রানার্স-আপ হয়ে বড় অঙ্কের অর্থ পুরস্কার পেয়েছে চিটাগং। এছাড়া এবার প্রাইজমানি বাড়িয়ে দল ও ব্যক্তিগত পর্যায়ে দশ ক্যাটাগরিতে পুরস্কার দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একাদশ আসরের চ্যাম্পিয়ন হয়ে বরিশাল পেয়েছে ২ কোটি ৫০ লাখ টাকা। রানার্স-আপ চিটাগং পেয়েছে ১ কোটি ৫০ লাখ টাকা। এবারের আসরে প্রথমবারের মতো তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দলকেও আর্থিক পুরস্কার দিয়েছে বিসিবি। তৃতীয় হয়ে খুলনা টাইগার্স ৬০ লাখ আর চতুর্থ হয়ে রংপুর রাইডার্স নিজেদের পকেটে পুরেছে ৪০ লাখ টাকা। ৩৫৫ রান ও ১৩ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা নির্বাচিত হওয়া মেহেদী হাসান মিরাজের পকেটে গেছে ১০ লাখ টাকা। ফিফটির...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর