এপ্রিলে ১১১ কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছে নিউজটোয়েন্টিফোর ডিজিটাল। ১১১ কোটি ভিউয়ের পাশাপাশি এ সময়ে নিউজটোয়েন্টিফোর ডিজিটালে এঙ্গেজমেন্ট ছিল ২১৮ কোটি। নিউজ টোয়েন্টিফোরের ওয়েবসাইট (news24bd.tv), ফেসবুক পেজ (NEWS24) এবং ইউটিউব চ্যানেল(NEWS24) এই তিন প্লাটফর্ম থেকে এই পরিমাণ দর্শক ও পাঠক এপ্রিলে যুক্ত হয়েছেন নিউজ টোয়েন্টিফোরে। এভাবে যুক্ত থাকার জন্য পাঠক ও দর্শকের ধন্যবাদ জানাচ্ছে নিউজ টোয়েন্টিফোর।...
এপ্রিলে ১১১ কোটি মানুষের ভালোবাসায় সিক্ত নিউজ টোয়েন্টিফোর ডিজিটাল
নিজস্ব প্রতিবেদক

খুনির সমর্থকরা ‘সাংবাদিক’ পরিচয় ব্যবহার বাদ দিন : মুশফিকুল ফজল আনসারী
অনলাইন ডেস্ক

শেখ হাসিনার অনুচর, সুবিধাভোগী, লুটেরা এবং খুনের সমর্থকদের নামের আগে সাংবাদিক লেখা পরিত্যাগ করার পরামর্ দিয়েছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। আজ বৃহস্পতিবার (১ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া একটি পোস্টে তিনি এ দাবি জানান। পোস্টে তিনি লেখেন, বাংলাদেশের হাজারো মানুষের প্রাণ হরণকারী, জাতিসংঘ স্বীকৃত মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত পলাতক ওই খুনির পক্ষাবলম্বনকারীরা সাংবাদিক হতে পারে না। তিনি আরও লেখেন, হাসিনার অনুচর, সুবিধাভোগী, লুটেরা এবং খুনের সমর্থকদের নামের আগে সাংবাদিক লেখা পরিত্যাগ করুন। উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতে পালিয়ে রয়েছেন। কিন্তু ভারতে পালিয়ে থেকেও বিভিন্ন মাধ্যমে নানা উসকানিমূলক বক্তব্য দিয়ে বাংলাদেশে...
‘আসাদুজ্জামান খান কামালকে কসাই বলায় একজন গভীরভাবে ব্যথিত’

আসাদুজ্জামান খান কামালকে বাংলার কসাই বলায় একজন গভীরভাবে ব্যথিত হয়েছেন বলে ফেসবুক পোস্টে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ বৃহস্পতিবার (১ মে) নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। প্রেস সচিব লেখেন, আমি আসাদুজ্জামান খান কামালকে বাংলার কসাই বলেছিলাম। এতে একজন গভীরভাবে ব্যথিত হয়েছেন। তবে কাকে উদ্দেশ্য করে প্রেস সচিব পোস্টে লেখেছেন তা জানা যায়নি। ফেসবুকে ক্ষোভভরা পোস্টে ওই ব্যক্তি প্রেস সচিবকে উদ্দেশ্য করে লিখেছেন, আপনি কীভাবে তাকে বাংলার কসাই বলতে সাহস পেলেন? উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক ব্রিফিংয়ে ভারতীয় গণমাধ্যমে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎকার নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বাংলাদেশের কসাই বলেছিলেন...
‘সাদ্দাম-রাব্বানীরা কমিউনিটি গেড়ে মাস্তি করছে, বারে বসে মদ গিলছে’
অনলাইন ডেস্ক

অবৈধ কামাইয়ের অঢেল টাকার দৌলতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতাদের খারাপ থাকার কথা নয় বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি রাফে সালমান রিফাত। গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। সালমান প্রশ্ন ছুড়ে বলেন, কলকাতায় কেমন আছে সাদ্দাম, ইনান, সনজিত, শয়ন গং? অবৈধ কামাইয়ের অঢেল টাকার দৌলতে খারাপ থাকার তো কথা না? আরও পড়ুন আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ গ্রেপ্তার ২৮ এপ্রিল, ২০২৫ অথচ দেশে আটকা পড়া তাদের হাজার হাজার কর্মীর অবস্থা শোচনীয়। বেশিরভাগ নেতাকর্মীরা প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড, পলাতক নিভৃতচারী জীবন যাপন করছে, যোগ করেন তিনি। ঢাবি ছাত্রশিবিরের সাবেক এই সভাপতি আরও বলেন, ওদিকে সাদ্দাম, গোলাম রাব্বানীরা কলকাতায়...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর