নুসরাত হত্যার আসামিরা শাস্তি পাবে: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী।

নুসরাত হত্যার আসামিরা শাস্তি পাবে: স্পিকার

নিজস্ব প্রতিবেদক, রংপুর

নুসরাত হত্যা মামলার সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় এনে শাস্তি সুনিশ্চিত করা হবে। এই হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির ব্যাপারে সকল পদক্ষেপ নেওয়া হয়েছে।

সোমবার বিকেলে নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর তরুণ-তরুণীদের ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান শেষে এসব কথা জানান, জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী। রংপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এ কর্মসূচির আয়োজন করা হয়।

স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী বলেন, নুসরাতকে যারা আগুন দিয়ে হত্যা করেছে। যারা হত্যার পরিকল্পনা করেছে, ইতোমধ্যেই অনেক আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে।

প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে রংপুরের জেলা প্রশাসক এনামুল হাবীবের সভাপতিত্বে অন্যাদের মধ্যে বক্তব্য দেন- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নারায়ণ চন্দ্র বর্মা, বিএমইটির পরিচালক (কর্মসংস্থান) ও উপসচিব ডি এম আতিকুর রহমান, রংপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী লুৎফর রহমান, প্রাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশের জব প্লেসমেন্ট ও ভোকেশনাল স্পেশালিস্ট রফিকুল ইসলাম।

(নিউজ টোয়েন্টিফোর/মানিক/তৌহিদ)

সম্পর্কিত খবর