ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই ভারত মহাসাগর প্রতিপাদ্যে আজ বুধবার (২১ মে) ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হলো ভারত মহাসাগর রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ)-এর ২৪তম কাউন্সিল অব মিনিস্টার্স (COM) সভা। সভায় বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা ভার্চুয়ালি অংশগ্রহণ করেন এবং আইওআরএর সাবেক চেয়ারম্যান হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। বক্তব্যে উপদেষ্টা বলেন, ভারত মহাসাগর শুধু আন্তর্জাতিক বাণিজ্যের প্রধান রুট নয়, বরং এটি ক্রমবর্ধমান কৌশলগত গুরুত্বের অধিকারী একটি অঞ্চল। তিনি বাংলাদেশের ২০২১-২০২৩ মেয়াদে আইওআরএর চেয়ারম্যানশিপের সময় সংগঠনের বিভিন্ন অর্জনের কথা উল্লেখ করেন। এর মধ্যে রয়েছে- প্রাতিষ্ঠানিক সহযোগিতা সম্প্রসারণ, ডায়ালগ পার্টনার সংখ্যা বৃদ্ধি, ইন্দো-প্যাসিফিক কৌশল প্রণয়ন এবং সচিবালয়ের সক্ষমতা বৃদ্ধি। তিনি বলেন, বাংলাদেশ IORA TROIKA-এর সদস্য হিসেবে...
আইওআরএ'র লক্ষ্য ও উদ্দেশ্যের প্রতি বাংলাদেশের অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত
নিজস্ব প্রতিবেদক

রাতের মধ্যে ঢাকাসহ ১৭ জেলায় ঝড়ের আভাস ও সতর্কবার্তা
অনলাইন ডেস্ক

ঢাকাসহ দেশের ১৭ জেলায় বজ্রসহ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অফিস। আজ বুধবার (২১ মে) বাংলাদেশ আবহাওয়া অফিসের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, রাত ১টার মধ্যে ঢাকা, পাবনা, বগুড়া, ময়মনসিংহ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, যশোর, কুষ্টিয়া, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম বা উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এজন্য এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। news24bd.tv/AH
নিজের নাগরিকত্বের বিষয়টি পরিষ্কার করলেন খলিলুর রহমান
অনলাইন ডেস্ক

অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের জাতীয়তা তার নেই। বুধবার (২১ মে) দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সম্প্রতি খলিলুর রহমানের নাগরিকত্ব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা-সমালোচনা হয়। সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গ তুলে ড. খলিলুর রহমান বলেন, আমার জাতীয়তা নিয়ে আলোচনা চলছে। আমার একটাই জাতীয়তা, আমি বাংলাদেশি। তিনি বলেন, আমার আমেরিকান পাসপোর্ট নেই। বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের জাতীয়তা আমার নেই। খলিলুর রহমান আরও বলেন, আমি আমার পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে থেকেছি। কিন্তু যুক্তরাষ্ট্রে থাকার কারণে যদি আমাকে বলা হয় বিদেশি নাগরিক, তাহলে কাল তো তারেক রহমানকেও এমন কথা বলবে। আমি আবেদন করব একটু বুঝে কথা বলবেন। যদি আমাকে ঢিল নিক্ষেপ করেন, সেই ঢিল কিন্তু অন্যের...
ভোটকেন্দ্র স্থাপনে ডিসি-এসপির কমিটি বাতিল: নির্বাচন কমিশন
অনলাইন ডেস্ক

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার আনছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত আচরণবিধিতে প্রার্থীদের প্রচারণা ইসির সরাসরি তত্ত্বাবধানে রাখার পাশাপাশি দলের কাছ থেকে প্রত্যয়নপত্র গ্রহণ বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে ভোটকেন্দ্র স্থাপনে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) নেতৃত্বে গঠিত জেলা কমিটিও বাতিল করা হয়েছে। বুধবার (২১ মে) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইসির পঞ্চম কমিশন সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় চার নির্বাচন কমিশনার, ইসি সচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের জানান, ২০২৫ সালের জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনের জন্য আচরণবিধি এবং ভোটকেন্দ্র স্থাপন...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর