বলিউড অভিনেতা সাইফ আলি খান গত ১৫ জানুয়ারি নিজের বাড়িতেই আততায়ীর ছুরির আঘাতে রক্তাক্ত। পরের কয়েকটি দিন হাসপাতালেই কেটেছে নবাবের। আড়াই ঘণ্টা ধরে অস্ত্রোপচার করার শরীর থেকে বার করা হয়েছে ছুরির অংশ। শরীর জুড়ে ক্ষতের সংখ্যা প্রায় ছয়েরও বেশি। হয়েছে কসমেটিক সার্জারিও। সমস্ত সঙ্কট কাটিয়ে উঠে গত ২১ জানুয়ারি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেন তিনি। কিন্তু ১৫ দিনও কাটতে পারল না, ফের হাসপাতালে দেখা ছুটলেন সাইফ। গতকাল রোববার সকালে পায়ে হেঁটে লীলাবতী হাসপাতালে ঢুকতে দেখা গেল সাইফকে। সূত্রের খবর, অস্ত্রোপচারের ১৮ দিন পরে রুটিন চেকআপ করাতে এসেছিলেন সাইফ। এদিকে বান্দ্রার অভিজাত আবাসনে ঢুকে বলিউড তারকার উপরে হামলার ঘটনায় শোরগোল পড়ে যায় গোটা দেশে। ছোটে নবাবের শরীরে ছুরির ক্ষত এখন অনেকটাই শুকিয়েছে। কিন্তু ভয়াবহ সেই দিনের ঘটনা এখনও টাটকা পতৌদি...
হামলার রাতে বাসায় ছিলেন কারিনা, মুখ খুললেন সাইফ
অনলাইন ডেস্ক

পরিচালক হতে চেয়েছিলাম, অভিনেতা নয়: সালমান
অনলাইন ডেস্ক

বলিউডের শতকোটি রুপি আয় করা অভিনেতা সালমান খান জানালেন, অভিনেতা হতে চাইনি, চেয়েছিলাম সিনেমার পরিচালক হতে। সম্প্রতি প্রথমবারের মতো ভাতিজা আরহান খানের পডকাস্টে এমন তথ্য দিলেন সালমান। তিনি জানান, চেয়েছিলেন সিনেমার পরিচালক হতে, কিন্তু পরিচালক হিসেবে কেউ তাঁকে কাজ দেয়নি। তাই বাধ্য হয়েই অভিনেতার খাতায় নাম লিখিয়েছেন। ডাম্ব বিরিয়ানি নামের এই পডকাস্টে সালমান জানান, কিশোর বয়সে মডেলিং করার সময়ই তাঁর ইচ্ছা জাগে পরিচালনার। কিন্তু পরিচালক হিসেবে কাজ চাইতে যেখানেই গেছেন, সেখানেই তাঁকে পরামর্শ দেওয়া হয়েছে অভিনয় করার। সালমান বলেন, আমি পরিচালক হতে চেয়েছি। মডেলিং শুরু করার পর থেকেই নির্দেশক হওয়ার চেষ্টা করছিলাম। সে সময় টুকটাক লিখতাম, এখনো লিখি। কিন্তু পরিচালক হিসেবে আমাকে কেউ কাজে নেয়নি। আমার তখন ১৭ বছর বয়স। তারা বলত, এই বাচ্চা কী পরিচালনা করবে! পরিচালক...
মালয়ালম ইন্ডাস্ট্রিতে ধস, প্রদর্শনী ও শুটিং বন্ধের হুঁশিয়ারি
অনলাইন ডেস্ক

অভিনয়শিল্পীদের অতিরিক্ত পারিশ্রমিকের কারণে সিনেমার বাজেট বেড়ে যাওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়েছে মালয়ালম ইন্ডাস্ট্রি। ২০২৪ সালে মাঞ্জুমাল বয়েজ, দ্য গোট লাইফ, প্রেমালু, মার্কোসহ বেশ কয়েকটি মালয়ালম সিনেমা ছিল আলোচনার কেন্দ্রে। বাজেটের তুলনায় কয়েক গুণ বেশি আয় করে তাক লাগিয়ে দিয়েছিল সিনেমাগুলো। ভালোই কেটেছে গত বছরটা মালয়ালম ইন্ডাস্ট্রি, দূর থেকে এমনটাই মনে হয়। তবে ভেতরের চিত্রটা ভিন্ন। আর্থিক ক্ষতির কারণে আগামী ১ জুন থেকে সিনেমার শুটিং ও প্রদর্শনী বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন প্রযোজকেরা। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ মিনিটের তথ্য অনুযায়ী, ১ জুন থেকে সব সিনেমার শুটিং ও চলচ্চিত্র প্রদর্শনী বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। প্রযোজক সমিতি, প্রদর্শক, পরিবেশক ও কেরালার ফিল্ম এমপ্লয়িজ ফেডারেশনের (এফইএফকে) সঙ্গে আলোচনা শেষে চলচ্চিত্র প্রযোজক জি সুরেশ কুমার এ তথ্য...
শাহরুখ-অমিতাভ-অক্ষয়দের কাছে ভিডিও কলে যে পরামর্শ নিলেন মোদি
অনলাইন ডেস্ক

ভারতীয় শোবিজ অঙ্গনের উন্নয়ন সাধনে নতুন উদ্যোগ গ্রহণ করেছে মোদি সরকার। দেশের সিনেশিল্পকে আরও চাঙ্গা করতে ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল এন্টারটেইনমেন্ট সামিটে শুক্রবার গ্ল্যামার ইন্ডাস্ট্রির একাধিক ব্যক্তিত্বের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই অমিতাভ বচ্চন, শাহরুখ খান, অক্ষয় কুমার, রজনীকান্ত, অনুপম খেরদের কাছ থেকে পরামর্শ নেন কীভাবে বলিউড কিংবা দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রিকে আন্তর্জাতিক আঙিনায় আরও উচ্চস্তরে পৌঁছে দেওয়া যায়। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বিনোদন জগতের তারকারা নিজস্ব মতামত পেশ করেন। ভিডিও কলের সেই বৈঠকে দেশের সিনেশিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কী কী করণীয়, প্রত্যেকেই সে বিষয়ে মতামত পেশ করেন। ২০২৪ সালের ডিসেম্বরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার মন কি বাত অনুষ্ঠানে ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর