বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের কলাবাড়িয়ার পোলঘাট থেকে আদর্শ গ্রাম পর্যন্ত এক কিলোমিটার সড়ক নির্মাণে নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগ ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শুভ এন্টারপ্রাইজের বিরুদ্ধে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট জেলা দুদকের উপ-পরিচালক মো. মোশারফ হোসেনের অভিযানকালে বাগেরহাট এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. শরিফুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাগেরহাট জেলা দুদকের উপ-পরিচালক মো. মোশারফ হোসেন জানান, সড়ক পরির্দশনকালে নির্মাণ কাজে ব্যবহৃত ইটের খোয়াসহ বিভিন্ন উপকরণের নমুনা সংগ্রহ করা হয়েছে। এসব নমুনার গুনগত মান নিরূপণের জন্য বাগেরহাট সড়ক ও জনপদের ল্যাবে পাঠানো হবে। সেখান থেকে পাওয়া তথ্যের বিভিত্তে পরবর্তি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বাগেরহাট এলজিইডির নির্বাহী...
সড়ক নির্মাণে নিম্নমানের খোয়া ব্যবহার, দুদকের অভিযান
বাগেরহাট প্রতিনিধি

‘ম্যাডাম আমার বইগুলো যত্নে রাখবেন, আমি আবার আসব’
নিজস্ব প্রতিবেদক

ম্যাডাম আমার বইগুলো ব্যাগের ভেতরেই আছে। একটু যত্ন করে রাখবেন। আমি আবার ক্লাসে আসব। হাসপাতালের বেডে শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়া চতুর্থ শ্রেণির ছাত্রী মরিয়ম আক্তার (১০) এভাবেই কথাগুলো বলছিল তার প্রধান শিক্ষককে। কিছুদিন আগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌস বিদ্যুৎস্পৃষ্ট মরিয়মকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে দেখতে গেলে এসব কথা বলে শিশুটি। ২২ দিন মৃত্যুর সঙ্গে লড়ে গত বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে চিকিৎসাধীন অবস্থায় মরিয়মের মৃত্যু হয়। গত ২২ জানুয়ারি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় মরিয়ম আক্তার ও রাফসি আহসান (১০)। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মরিয়মের শরীরের প্রায় ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল বলে জানান চিকিৎসকেরা। অপর আহত তৃতীয়...
চুয়াডাঙ্গায় অপারেশন ডেভিল হান্ট: গ্রেপ্তার ৬
চুয়াডাঙ্গা প্রতিনিধি :

দেশজুড়ে চলমান অপারেশন ডেভিল হান্ট অভিযানে চুয়াডাঙ্গায় আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ছয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে চুয়াডাঙ্গা জেলা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। বুধবার দিবাগত রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- সদর উপজেলার দ্বীননাথপুর গ্রামের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী আবির হাসান (১৯), আলমডাঙ্গা উপজেলার আঁইলহাস ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন (৫৫) ও সাধারণ সম্পাদক আতিয়ার রহমান (৫০), দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়ন আওয়ামী লীগ কর্মী নাসিরুল ইসলাম (২৭), জীবননগর উপজেলাপর কেডিকে ইউনিয়নের ৩ নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি জহির হক (৪১) এবং দর্শনা থানার দর্শনা পৌর এলাকার ৫ নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি সোহেল রানা (৩৫)। চুয়াডাঙ্গা...
ভোলায় গণপিটুনিতে নিহত দুই যুবক, পুলিশ বলছে ‘পেশাদার চোর’
অনলাইন ডেস্ক

ভোলার তজুমদ্দিন উপজেলায় গণপিটুনির শিকার হয়ে দুই যুবক নিহত হয়েছে। তাদের গরুচোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভোর রাত সাড়ে তিনটার দিকে তজুমদ্দিনের সোনাপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ৩০ বছর বয়সী নয়ন ও ২৭ বছর বয়সী আমির হোসেন। তজুমদ্দিন থানার এসআই আব্দুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, নিহতরা পেশাদার গরু চোর এবং তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। আব্দুল কুদ্দুস বলেন, মাঝরাতে ওই দুই যুবক স্থানীয় একটি বাসিন্দার গোয়াল ঘর থেকে গরু চুরির চেষ্টা করছিলেন। স্থানীয় বাসিন্দা তাদের দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে দুই যুবককে ঘেরাও করে বেধড়ক পেটাতে থাকে। মারধরের একপর্যায়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পুলিশ ভোর পৌনে চারটার দিকে খবর পেয়ে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর