ঢাকার যাত্রাবাড়ী থানায় করা পারভেজ মিয়া হত্যা মামলায় তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীকে চারদিনের রিমান্ডে দিয়েছেন আদালত। সোমবার (১০ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালত এ আদেশ দেন। রিমান্ডের শুনানির সময় আদালতের কাছে নিজের মুক্তিযোদ্ধা পরিচয় তুলে ধরেন শমসের মবিন চৌধুরী। বলেন, মাননীয় আদালত, ৫ আগস্ট তো আমি বাসায় ছিলাম। আমি কোনো খুনের ঘটনার সঙ্গে জড়িত নই। আমি তো প্রমাণ করে দিতে পারব ৫ আগস্ট আমি বাসায় ছিলাম। আমাকে রিমান্ডে দেওয়ার আবেদন নাকচ করা হোক। একপর্যায়ে শমসের মবিন চৌধুরী আদালতকে বলেন, আমি তো ১৫ বছর বিএনপির রাজনীতি করেছি মাননীয় আদালত। শমসের মবিন চৌধুরীর এ বক্তব্যের পর ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী তার রিমান্ডের যুক্তি তুলে ধরে বলেন, শমসের...
‘বিএনপি করতাম’ বলার পর শমসেরকে ‘পল্টিবাজ’ বললেন পিপি
অনলাইন ডেস্ক

জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় খালাস পেলেন মাহমুদুর রহমান
অনলাইন ডেস্ক

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা ষড়যন্ত্রের মামলায় আপিল করে খালাস পেয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। মাহমুদুর রহমানের আইনজীবী তানভির আহমেদ আলামিন বিষয়টি নিশ্চিত করেন। সোমবার (১০ ফেব্রুয়ারি) ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. ইব্রাহিম মিয়ার আদালত এ রায় ঘোষণা করেন। রায়ের পর মাহমুদুর রহমান সন্তোষ প্রকাশ করে বলেন, এই মিথ্যা মামলা শুধু আমাকে দীর্ঘদিন কারাবন্দি রাখার জন্য করা হয়েছিল। তার আইনজীবীরা মামলাটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে বলেন, এই মিথ্যা মামলার সঙ্গে যারা জড়িত, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা উচিত। তারা আরও বলেন, দেশে যে সরকারই ক্ষমতায় আসুক, ন্যায়বিচার নিশ্চিত করতে বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করা জরুরি। এর আগে গত ২৩ জানুয়ারি...
আবরার হত্যা: ২০ আসামির ডেথ রেফারেন্স আপিল শুনানি চলছে
নিজস্ব প্রতিবেদক

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডে হাইকোর্টে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ২০ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) বিচারপতি একে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েতুর হোসেনের দ্বৈত বেঞ্চে এ শুনানি শুরু হয়। এর আগে এই মামলায় ২০২১ সালের ৮ ডিসেম্বর রায় দেন ঢাকার বিচারিক আদালত। রায়ে ২০ জনকে মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র আবরার থাকতেন শেরেবাংলা হলের ১০১১ নম্বর কক্ষে। সেখান থেকে ডেকে নিয়ে ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে তাকে পিটিয়ে হত্যা করে বুয়েট ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। রাত ৩টার দিকে হলের সিঁড়ির করিডোর থেকে তার লাশ উদ্ধার করা হয়। ফেসবুকে ভারতবিরোধী স্ট্যাটাস দেওয়ার জেরে এই হত্যাকাণ্ড ঘটে।...
ওয়ার্কশপে হাত হারানো নাঈমকে ক্ষতিপূরণ না দেওয়ায় কারখানার মালিককে তলব
নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার ১৩ বছর বয়সী শিশু নাঈম হাসান নাহিদ সাড়ে তিন বছর আগে ওয়ার্কশপে কাজ করতে গিয়ে হাত হারায়। এ ঘটনায় তাকে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ না দেওয়ায় কারখানার মালিক হাজী ইয়াকুবকে তলব করেছেন আপিল বিভাগ। আদালতের নির্দেশ, আগামী ২১ এপ্রিল হাজী ইয়াকুবকে কিশোরগঞ্জের এসপির মাধ্যমে আদালতে হাজির হতে হবে। সোমবার (১০ ফেব্রুয়ারি) বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগ এ আদেশ প্রদান করেন। এটি আদালত অবমাননার মামলা সংক্রান্ত শুনানির পর নেওয়া হয়। এ বিষয়ে ২০২৪ সালের ১৯ নভেম্বর হাইকোর্টের রায় অনুযায়ী, নাঈম হাসান নাহিদকে ৩০ লাখ টাকা ফিক্সড ডিপোজিটে রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে সেটা এখনও পরিশোধ করেনি মালিক। news24bd.tv/FA