হাতিরঝিল ও পূর্বাচল এলাকা পরিদর্শন করেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। এসময় তিনি বলেন, পূর্বাচলকে আগামী ছয় মাসের মধ্যে বাসযোগ্য করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আজ শনিবার (৩ মে ) এসব এলাকা পরিদর্শনে গিয়ে এ মন্তব্য করেন তিনি। পরে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। বাসযোগ্য নগরী হিসেবে ঢাকাকে গড়ে তোলার লক্ষ্যে রাজউকের চলমান প্রকল্পসমূহের বর্তমান সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানার জন্য রাজউক চেয়ারম্যানসহ রাজউকের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ আজ সকাল সাড়ে ৮টা থেকে হাতিরঝিল এলাকা সরেজমিনে পরিদর্শন শুরু করেন। পরিদর্শনের অংশ হিসেবে রাজউকের কর্মকর্তাবৃন্দ হাতিরঝিল ওয়াটার বোটের জেটি, এম্ফিথিয়েটার, ওয়াকওয়ে, ও রেস্টুরেন্টসহ বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। পরিচ্ছন্নতা কার্যক্রমের সুষ্ঠু...
ছয় মাসের মধ্যে পূর্বাচলকে বাসযোগ্য করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে: রাজউক চেয়ারম্যান
অনলাইন ডেস্ক

যানজট নিরসনে কাজ করবে সরকারের ৪ সংস্থা
অনলাইন ডেস্ক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকার যানজট নিরসনের ডিএনসিসির সঙ্গে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) কর্তৃপক্ষ যৌথভাবে কাজ করবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। আজ শনিবার (৩ মে) প্রগতি সরণির বিকল্প জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের (৩০০ ফিট সড়ক) দ্বিতীয় ইউটার্ন থেকে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আফতাবনগর হয়ে রামপুরা পর্যন্ত তিনটি করিডর খোলার বিষয়ে সরেজমিন পরিদর্শনকালে ডিএনসিসি প্রশাসক এসব কথা বলেন। মোহাম্মদ এজাজ বলেন, এই তিনটি করিডর যদি খুলে দেওয়া যায়, তাহলে প্রগতি সরণি এলাকার যানজট কমে যাবে। তা ছাড়া আশপাশের এলাকার যানজটও সহনীয় মাত্রায় থাকবে। এ সময় অন্যদের মধ্যে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রি. জে. মো. মঈন উদ্দিন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমানসহ...
সুব্রত বাইনের সহযোগী শুটার বিপু গ্রেপ্তার
অনলাইন ডেস্ক

রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী শুটার মাহফুজুর রহমান বিপুকে গ্রেপ্তার করেছে র্যাব-৩। শনিবার (৩ মে) তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব সূত্র জানায়। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মুত্তাজুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক বলেন, হাতিরঝিল এলাকা থেকে মাহফুজুর রহমান বিপুকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। news24bd.tv/তৌহিদ
এখন থেকে মেট্রোরেলের পাঁচটি স্টেশনে থাকছে বিশেষ ব্যবস্থা
অনলাইন ডেস্ক

বৈদ্যুতিক গোলযোগের মতো নানা ত্রুটি দ্রুত সারিয়ে মেট্রোরেল চলাচল নির্বিঘ্ন করতে এখন থেকে পাঁচটি স্টেশনে নিয়মিত থাকছেন কারিগরি দলের কর্মীরা। এতদিন শুধু উত্তরার দিয়াবাড়ি ডিপোতেই ছিলেন তারা। এখন থেকে শাহবাগ, কারওয়ান বাজার, শেওড়াপাড়া, পল্লবী ও উত্তরা উত্তর স্টেশনেও দায়িত্ব পালন করছেন। এতে মেট্রোরেলের যে কোনো সমস্যার সমাধান মিলবে সহজেই, ভোগান্তি কমবে যাত্রীদের। মেট্রোরেলে রাজধানীর উত্তরা থেকে মতিঝিল রুটে প্রতিদিন চলাচল করছেন চার লাখের বেশি যাত্রী। কিন্তু অনেক সময় কারিগরি ত্রুটির জন্য বন্ধ হয়ে যায় ট্রেন, বিপাকে পড়েন যাত্রীরা। এ ধরনের সমস্যা দ্রুত সমাধানে নতুন উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেন, এতদিন মেরামতের জন্য নিয়োজিত কর্মীরা বসতেন শুধু দিয়াবাড়ীর মেট্রোরেল...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর