বিশ্ব সংবাদমাধ্যমের স্বাধীনতা সূচকে গত বছরের তুলনায় ১৬ ধাপ এগিয়েছে বাংলাদেশ। তবে আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) জানিয়েছে, দেশের স্বাধীন সাংবাদিকতার পরিস্থিতি এখনো বেশ গুরুতর রয়ে গেছে। আজ শুক্রবার (২ মে) প্রকাশিত ২০২৫ সালের সূচকে বাংলাদেশ ১৮০টি দেশের মধ্যে ১৪৯তম অবস্থানে রয়েছে। বাংলাদেশের স্কোর ৩৩.৭১, যেখানে ২০২৪ সালে অবস্থান ছিল ১৬৫তম এবং তার আগের বছর ১৬৩তম। ২০১৮ সালের পর এই প্রথম বাংলাদেশ ১৫০-এর ভেতরে জায়গা করে নিল। দক্ষিণ এশিয়ার তুলনায় এ বছর বাংলাদেশ কিছুটা এগিয়ে রয়েছে। সূচকে ভারতের অবস্থান ১৫১তম, পাকিস্তানের ১৫৮তম এবং ভুটানের ১৫২তম। তবে নেপাল (৯০তম), শ্রীলঙ্কা (১৩৯তম) ও মালদ্বীপ (১০৪তম) বাংলাদেশের চেয়ে অনেকটা এগিয়ে আছে। আরএসএফ জানিয়েছে, এ বছর সংবাদমাধ্যমের স্বাধীনতা সূচক সর্বনিম্ন অবস্থানে পৌঁছেছে। সূচকের ইতিহাসে...
ভারত-পাকিস্তানকে টপকে গণমাধ্যম স্বাধীনতা সূচকে বাংলাদেশের উন্নতি
অনলাইন ডেস্ক

ইতিহাস থেকে শিক্ষা নিয়ে শান্তি-সমৃদ্ধির পথে এগিয়ে যেতে হবে: প্রধান বিচারপতি
অনলাইন ডেস্ক

বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, ইতিহাসের ভুল-ত্রুটি থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশকে শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার এখনই সঠিক সময়। এই সুযোগ কাজে লাগাতে প্রয়োজন সম্মিলিত জাতীয় প্রচেষ্টা। শুক্রবার (২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে আয়োজিত বাংলাদেশ ইতিহাস পরিষদের ১৪তম দ্বি-বার্ষিক আন্তর্জাতিক ইতিহাস সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান বিচারপতি বলেন, নতুন বাংলাদেশে গণমানুষের যে আশা-আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তা বাস্তবায়নে ব্যর্থ হলে জাতি হিসেবে আমরা পিছিয়ে পড়বো। তিনি জানান, দায়িত্ব গ্রহণের পর বিচার বিভাগের প্রতি হারানো আস্থা ফিরিয়ে আনতে একটি সংস্কারমূলক রোডম্যাপ ঘোষণা করা হয়েছে এবং তার বাস্তবায়ন চলছে। ইতোমধ্যে বিচারপ্রার্থীরা এর সুফল পেতে শুরু করেছেন।...
মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন বেগম খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক

মানবতার আরেক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন লন্ডনে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া দীর্ঘদিনের চিকিৎসা শেষে দেশে ফিরছেন আগামী সোমবার (৫ মে)। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি রেগুলার বিমানে চড়ে দেশে ফিরবেন তিনি। আগামী রোববার (৪ মে) লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় হিথ্রো বিমানবন্দর থেকে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি উড্ডয়নের কথা রয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি লন্ডন থেকে ছেড়ে সিলেট হয়ে ঢাকায় আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করার কথা রয়েছে। বিমান কর্তৃপক্ষ তথা বাংলাদেশ সরকার অসুস্থ বেগম খালেদা জিয়ার শারীরিক বিষয়টি বিবেচনায় রেখে বিমানের লন্ডন-সিলেট-ঢাকার পরিবর্তে লন্ডন-ঢাকা-সিলেট করার প্রস্তাব বেগম...
নিশি ঝড়ের শঙ্কা ১২ জেলায়
অনলাইন ডেস্ক

শুক্রবার (২ মে) রাত ১টা পর্যন্ত দেশের ১২টি জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় এসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হতে পারে রাজশাহী, পাবনা, বগুড়া, ময়মনসিংহ, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে, যা ঝড়ো আবহাওয়ার পূর্ব প্রস্তুতির নির্দেশনা হিসেবে ব্যবহৃত হয়। News24d.tv/তৌহিদ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর