পুলিশ নিয়ে সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বক্তব্য অবমাননাকর ও ষড়যন্ত্রমূলক। বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতি এমনটি বলেছে। পাশাপাশি অজ্ঞাত স্থান থেকে বেনজীরের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তা ঘৃণাভরে প্রত্যাখ্যানও করেছে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের এই সমিতি। রোববার (০৯ ফেব্রুয়ারি) অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি অবসরপ্রাপ্ত ডিআইজি এম আকবর আলী ও মহাসচিব অবসরপ্রাপ্ত পুলিশ সুপার মিয়া লুৎফর রহমান চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তিতে বেনজীরের বক্তব্যের প্রতিবাদ জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্যাসিস্ট হাসিনার আওয়ামী লীগের দলদাস এবং অসংখ্য হত্যা, গুম, অপহরণ, দুর্নীতি মামলার পলাতক আসামি বেনজীর আহমেদ বাংলাদেশ পুলিশ নিয়ে যে অবমাননাকর ও ষড়যন্ত্রমূলক মন্তব্য দিয়েছেন, সেটি বাংলাদেশ...
‘ফেরারি বেনজীর পুলিশকে অস্থির করার পাঁয়তারা চালাচ্ছে’
অনলাইন ডেস্ক

শ্রীলঙ্কার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করতে সরকার অঙ্গীকারাবদ্ধ: শ্রম উপদেষ্টা
অনলাইন ডেস্ক

শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে অন্তর্র্বর্তী সরকার অঙ্গীকারাবদ্ধ। শ্রীলঙ্কার ৭৭তম স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষ্যে ঢাকায় হোটেল শেরাটনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। উপদেষ্টা বলেন, বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে সম্পর্ক আরো গভীর করতে আগ্রহী। বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, মৎস্য, আইসিটি, ফার্মাসিউটিক্যাল, শিপিং এবং মেরিটাইম কানেক্টিভিটি, উচ্চ শিক্ষা, পর্যটন, জনগণের মধ্যে যোগাযোগ ইত্যাদি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে। শ্রীলঙ্কা এই অঞ্চলে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ অংশীদার। তিনি বলেন, অর্থনৈতিক চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে শ্রীলঙ্কার অসাধারণ সাফল্য, দৃঢ়তা এবং...
দেশে যেকোনো মূল্যে সংস্কার জরুরি: ফরিদা আখতার
নিজস্ব প্রতিবেদক

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সম্ভাবনার কথা বলেছেন। কিন্তু দেশে যেকোনো মূল্যে সংস্কার জরুরি। তিনি আরো বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে সংস্কার শেষ না হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে। সবাই একমত হলে ২০২৬ সালের জুন মাসের মধ্যে নির্বাচন হবে, কোনোভাবে এই সময়ের বাইরে যাবে না। রোববার (১০ ফেব্রুয়ারি) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাইক্কা বিল মৎস্য অভয়াশ্রম-সংশ্লিষ্ট সুফলভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে উপদেষ্টা বলেন, তরুণদের ত্যাগের বিনিময়ে বড় ধরনের আন্দোলনের মাধ্যমে দেশে একটা পরিবর্তন এসেছে। কিন্তু সবকিছু তো পরিবর্তন হয়নি। আগে যারা ক্ষমতায় ছিলেন তারা অনেকেই এখন সক্রিয় হওয়ার চেষ্টা করছেন। এ...
তিস্তা চুক্তি বাস্তবায়নে ভারতকে চাপে রাখা হবে: আসিফ মাহমুদ
অনলাইন ডেস্ক

ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের নতজানু পররাষ্ট্র নীতির কারণে তিস্তা চুক্তি আলোর মুখ দেখেনি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার শুধু ভারতে গিয়ে ছবি তুলেছে। পানি নিয়ে নিজেদের ন্যায্য কথাটা বলার সাহস পর্যন্ত পায়নি। তবে অন্তর্বর্তী সরকার কূটনৈতিকভাবে ভারতকে চাপ সৃষ্টি করবে যাতে তারা বাধ্য হয় এই চুক্তি স্বাক্ষর করতে। নিজেদের অধিকার পরিপূর্ণভাবেই আদায় করব আমরা। রোববার (৯ ফেব্রুয়ারি) বিকালে রংপুরে তিস্তা নিয়ে করণীয় শীর্ষক গণশুনানি শেষে উপদেষ্টা এসব কথা বলেন। এর আগে রংপুরের কাউনিয়া রেলব্রিজ সংলগ্ন তিস্তার পূর্ব পাড়ে ব্যানার, পোস্টার, প্ল্যাকার্ড হাতে আসে দুই তীরে বসবাসকারী হাজার হাজার বাসিন্দা। বিকালে পৌঁছান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং আসিফ...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর