যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন এ এক বিশ্লেষণ প্রতিবেদনে স্টিফেন কোলিনসন বলছেন, ওভাল অফিসে দেওয়া এলন মাস্কের বক্তব্যটি প্রমাণ করে, কেন তিনি যুক্তরাষ্ট্রের সরকারের জন্য এক ভয়ানক শত্রু হতে পারেন এবং কেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার কাছে এতটা ক্ষমতা হস্তান্তর করে আগুনে খেলছেন। মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, মাস্ক এবং ট্রাম্প এক অনুষ্ঠানে অংশ নেন, যেখানে তারা ফেডারেল সরকারের সংস্কার পরিকল্পনাকে সমর্থন করেন। মাস্ক, কালো MAGA হ্যাট পরিধান করে, দীর্ঘ কোট এবং তার ছেলে এক্সকে কাঁধে নিয়ে একটি সুরম্য জানালার সামনে দাঁড়িয়ে ছিলেন। বাইরের তুষারপাত এই পরিবেশকে আরও বিশেষ করে তোলে। এই অনুষ্ঠানে তারা সরকারের ব্যয় এবং অপ্রয়োজনীয় প্রোগ্রামগুলোর বিরুদ্ধে তাদের অবস্থান তুলে ধরেন, যা ট্রাম্পের সমর্থকদের কাছে ইতিবাচক প্রতিক্রিয়া লাভ করেছে। ট্রাম্প...
এলন মাস্কের ভূমিকা: ট্রাম্পের জন্য ভবিষ্যতে ভয়ানক হতে পারে
অনলাইন ডেস্ক

মোদিকে ‘অপমান’, ভিডিও ভাইরাল
অনলাইন ডেস্ক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বর্তমানে ফ্রান্স সফরে আছেন, যেখানে তিনি এআই সামিটে অংশগ্রহণ করবেন এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। তবে, সফরের শুরুতেই একটি ঘটনা ঘিরে বিতর্ক তৈরি হয়েছে, যা মোদির জন্য অপমানজনক বলে অনেকে মনে করছেন। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, নরেন্দ্র মোদি হাত বাড়ালেও ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ তার সঙ্গে করমর্দন না করে অন্যান্য বিশ্বনেতাদের শুভেচ্ছা জানাচ্ছেন। ভিডিওটি প্রকাশ হওয়ার পর অনেকেই দাবি করছেন, এটি ইচ্ছাকৃতভাবে মোদির অপমান করার চেষ্টা। তবে, টাইমস নাও জানাচ্ছে, ভিডিওটি আসল এবং এটি এডিট করা হয়নি, তবে ভিডিওর সঙ্গে যে দাবি করা হচ্ছে (মোদিকে এড়িয়ে যাওয়ার), তা বিভ্রান্তিকর। প্রতিবেদনে বলা হচ্ছে, ভিডিওটির শুরুতে মোদি এবং ম্যাক্রোঁ একসঙ্গে প্রবেশ করেছিলেন...
ইলন মাস্ককে আরও ক্ষমতা দিলেন ট্রাম্প!
অনলাইন ডেস্ক

ক্ষমতায় ফিরেই যুক্তরাষ্ট্রের সরকারি কাঠামোয় বড় পরিবর্তন আনলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার নির্বাহী আদেশের মাধ্যমে ইলন মাস্ককে আরও ক্ষমতা দিলেন তিনি। নতুন নির্বাহী আদেশে, মাস্কের সরকারি দক্ষতা অফিসকে সহযোগিতা করতে অন্যান্য কেন্দ্রীয় দপ্তরকে নির্দেশ দিয়েছেন ট্রাম্প। সম্প্রতি টাইম ম্যাগাজিনে ট্রাম্পের চেয়ারে গ্লাস হাতে মার্কিন ধনকুবের ইলন মাস্কের ছবি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এসময় অনেকেই বলেছিলেন, এ ঘটনার পর ইলন-ট্রাম্পের সম্পর্কে কিছুটা ভাটা পরতে পারে। তবে সব গুঞ্জন পাশ কাটিয়ে সম্প্রতি এক নির্বাহী আদেশের মাধ্যমে ইলন মাস্ককে আরও বেশি ক্ষমতা দিয়েছেন ট্রাম্প। এই নতুন আদেশের মাধ্যমে, মার্কিন সরকারের বিভিন্ন সংস্থাকে মাস্কের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি (DOGE) কে সহযোগিতা করার নির্দেশনা দেয়া হয়েছে। ডিওজিই গঠন...
ইসরায়েলে সামরিক অভিযানের হুঁশিয়ারি হুতি নেতার
অনলাইন ডেস্ক

মধ্যপ্রাচ্যের নির্যাতিত রাষ্ট্র ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ফের সামরিক আগ্রাসন শুরু হলে ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েলের স্বার্থে ফের আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছেন ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুতি বিদ্রোহীরা। গোষ্ঠীটির নেতা আবদুল মালিক আল-হুতি এক ভাষণে বলেন, আমাদের আঙ্গুল বন্দুকের ট্রিগারেই রয়েছে। গাজায় যদি আবার হামলা হয়, তাহলে তৎক্ষণাৎ সামরিক অভিযান চালানোর জন্য প্রস্তুত রয়েছে হুতি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দেওয়া হুমকির জবাবে গতকাল মঙ্গলবার হুঁশিয়ারিটি উচ্চারণ করেন তিনি। টেলিভিশনে সম্প্রচারিত ওই ভাষণে আবদুল মালিক আল-হুতি বলেন, ইসরায়েলকে যুক্তরাষ্ট্র নাকি অন্য কেউ সাহায্য করছে তা তারা দেখবেন না। বরং গাজায় আবারো নজর দিলে তারা নিরাপত্তা, সামরিক ও অর্থনৈতিকভাবে ইসরায়েলের মারাত্মক ক্ষতি করবে। মার্কিন...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর