বগুড়ায় হত্যা মামলায় বাবা-ছেলেসহ পাঁচজনের মৃত্যুদণ্ড

প্রতীকী ছবি

বগুড়ায় হত্যা মামলায় বাবা-ছেলেসহ পাঁচজনের মৃত্যুদণ্ড

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বগুড়ায় সাবেক সেনা সদস্য মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মোল্লা মিঠু হত্যা মামলায় বাবা-ছেলেসহ পাঁচজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তাদেরকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এই মামলায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে আরও চারজনকে।

হত্যাকাণ্ডের একযুগ পর আজ বৃহস্পতিবার বগুড়ার জজ আদালতের বিচারক নরেশ চন্দ সরকার এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন, বগুড়ার গাবতলী উপজেলার বাহাদুরপুর গ্রামের ইসমাইল হোসেন, তার দুই ছেলে মামুন ও জুলফিকার আলী টুটুল, আবদুর রহিম ও সিরাজুল ইসলাম।

দণ্ডপ্রাপ্ত অন্য চার আসামি হলেন, শাহজাহান, শিপন, সোহাগ ও রওশন। তাদের মধ্যে শাহজাহান ও শিপনকে সাত বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোহাগকে তিন বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা এবং রওশন আলীকে এক বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৬ সালের ১৭ জুন বগুড়ার গাবতলী উপজেলার বাহাদুরপুর গ্রামে খুন হন অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও মুক্তিযোদ্ধা ইয়াসিন। ঘটনার পর তার স্ত্রী আনোয়ারা বেগম ১৯ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। প্রায় একযুগ বিচারকার্য চলার পর বৃহস্পতিবার আদালত মামলার রায় ঘোষণা করেন।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর