ট্রাকচাপায় মুক্তিযোদ্ধা দম্পতি ও দুই সহোদর নিহত

ট্রাকচাপায় গেল চার প্রাণ

ট্রাকচাপায় মুক্তিযোদ্ধা দম্পতি ও দুই সহোদর নিহত

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের শহরতলীতে ট্রাকচাপায় সিএনজি চালিত অটোরিকশায় থাকা এক মুক্তিযোদ্ধা দম্পতি ও দুই সহোদর নিহত হয়েছেন। এসময় আরো ৩৯ জন আহত হয়েছে।

শনিবার বেলা ১২ টার দিকে আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে এই দুর্ঘটনার ফলে ময়মনসিংহ-শেরপুর-হালুয়াঘাট সড়কে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

নিহতরা হচ্ছেন- মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান (৬২) ও তার স্ত্রী রহিমা খাতুন (৫০) এবং দুই সহোদর আবু ইউনুস (৬০) ও আব্দুল কুদ্দুছ (৩৫)। নিহত দম্পতির বাড়ি তারাকান্দা উপজেলায়। আর দুই সহোদরে বাড়ি ফুলপুরের বওলা ইউনিয়নে।

কোতোয়ালি মডেল থানার ওসি মাহমুদুল হাসান বিষয়গুলো নিশ্চিত করে জানান, নিহতদের লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘাতক ট্রাক চালক ও তার সহকারী পালিয়ে গেছে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জর গিফারী জানান, ফুলপুরগামী একটি ট্রাক আলালপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমেই ময়মনসিংহগামী সিএনজি চালিত একটি অটোরিকশাকে চাপা দেয়। পরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ব্যাটারি চালিত অটোরিকশাকেও চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা দুই সহোদর ও এক দম্পতি নিহত হন। এসময় আরো দুইজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মমেক হাসপাতালে পাঠায়।

তবে ব্যাটারিচালিত অটোরিকশা দুমড়ে মুচড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

(নিউজ টোয়েন্টিফোর/নোমান/তৌহিদ)

সম্পর্কিত খবর