নুসরাত হত‌্যা: আ.লীগ নেতা ৫ দিনের রিমান্ডে

গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা রুহুল আমিন

নুসরাত হত‌্যা: আ.লীগ নেতা ৫ দিনের রিমান্ডে

ফেনী প্রতিনিধি

মাদ্রসাছাত্রী নুসরাত জাহান রাফি হত‌্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও মাদ্রাসা কমিটির সাবেক সহসভাপতি রুহুল আমিনকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

শুক্রবার বিকেলে ফেনীর সিনিয়র জুড়িশিয়াল ম‌্যাজিস্ট্রেট শারাফ উদ্দিন আহমেদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাইলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ ব‌্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা শাহ আলম রিমান্ডের এ আবেদন করেন।

রাত আটটার দিকে সংবাদকর্মীদের এ তথ‌্য নিশ্চিত করেন পিবিআইয়ের এএসপি মনীরুজ্জামান।

এর আগে রুহুল আমিনকে শুক্রবার সোনাগাজী তাকিয়া রোড থেকে আটক করা হয়।

এ হত‌্যাকাণ্ডে গ্রেপ্তার আসামি নুর উদ্দিন ও শাহাদাত হোসেন শামীম আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। সেখান থেকে উঠে আসে রুহুল আমিন হত্যাকাণ্ডের ব্যাপারে জানতেন।

কিলিং অপারেশনের পর কিলাররা রুহুল আমিনকে ফোন করে, তখন রুহুল আমিন বলে, আমি জানি তুমি চলে যাও।

নুসরাত হত্যার ঘটনায় এখন পর্যন্ত এজহারভুক্ত আটজনসহ মোট ১৯ জনকে আটক করা হয়েছে। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে পাঁচজন। ১৩ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ড দেওয়া হয়েছে।

সর্বশেষ সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাদ্রাসা কমিটির সহসভাপতি রুহুল আমিনকে আটক করে পিবিআই।

(নিউজ টোয়েন্টিফোর/রতন/তৌহিদ)

সম্পর্কিত খবর