নুসরাত হত্যা: আরও দুজন গ্রেপ্তার

নুসরাত হত্যা

নুসরাত হত্যা: আরও দুজন গ্রেপ্তার

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ নিয়ে এই মামলায় গ্রেপ্তারের সংখ্যা ২১ জনে দাঁড়াল।

পিবিআইয়ের চট্টগ্রামের বিশেষ পুলিশ সুপার মো. ইকবাল দুজনকে আটকের সত্যতা নিশ্চিত করেন।

গ্রেপ্তাররা হলেন- এমরান হোসেন মামুন ও ইফতেখার হোসেন রানা।

এর মধ্যে ইফতেখার উদ্দিন রানা (২১) ওই হত্যাকাণ্ডের পরিকল্পনাকারীদের একজন বলে তদন্তকারীদের ভাষ্য।

পিবিআই সূত্র জানায়, মামুনকে আজ শনিবার কুমিল্লার পদুয়ার বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আর ইফতেখারকে গ্রেপ্তার করা হয়েছে পার্বত্য রাঙামাটির টিঅ্যান্ডটি কলোনি থেকে।

আটকের সত্যতা নিশ্চিত করে পিবিআই কর্মকর্তা মঈনউদ্দিন বলেন, নুসরাত পুড়িয়ে হত্যার ঘটনায় তার ভাই যে মামলা করেছেন সেখানে ইফতেখার উদ্দিন রানার নাম নেই।

তদন্তে তার সংশ্লিষ্টতার তথ্য বেরিয়ে আসে।

‘কারাগারে অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলার সঙ্গে দেখা করে আসার পর তার অনুসারীরা হোস্টেলে যে বৈঠকে বসে নুসরাতকে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে হত্যার পরিকল্পনা করেন, সেই বৈঠকে ছিলেন ইফতেখার রানা। রোববার এই আসামিকে আদালতে হাজির করা হবে। ’

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর