শ্রীলঙ্কায় গির্জা ও হোটেলে বিস্ফোরণ, নিহত ৪৯

গির্জা

শ্রীলঙ্কায় গির্জা ও হোটেলে বিস্ফোরণ, নিহত ৪৯

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

শ্রীলংকায় তিনটি গির্জা ও তিনটি বিলাসবহুল হোটেলে কয়েক দফা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪৯ জন নিহত হয়েছেন। বিস্ফোরণে আহত হয়েছেন তিন শতাধিক লোক।

শনিবার স্থানীয় সময় সকাল আটটা ৪৫ মিনিটে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে ইন্ডিয়া টুডে, এনডিটিভি ও রয়টার্সের খবরে জানানো হয়।

কলম্বোর জাতীয় হাসপাতালের পরিচালকের বরাতে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, এখন পর্যন্ত হামলার ঘটনায় কেউ দায় স্বীকার করেনি। হামলার শিকার তিন হোটেল এবং একটি গির্জা রাজধানীতে হলেও বাকিগুলো নিগমবো ও উত্তর কলম্বোয় অবস্থিত।  

খবরে বলা হয়েছে, কলম্বোর কোচচিকাদো অঞ্চলের সেন্ট অ্যানথনি গির্জায় প্রথম বিস্ফোরণ ঘটেছে। উদ্ধারকারীরা হতাহতদের নিরাপদ জায়গা সরিয়ে আনার চেষ্টা করছেন।

হতাহতদের মধ্যে বিদেশি পর্যটকরাও রয়েছেন বলে দেশটির স্থানীয় দৈনিকের খবরে বলা হয়েছে। বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ শ্রীলংকায় কেবল ছয় শতাংশ মানুষ ক্যাথলিক ধর্মাবলম্বী।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর