বিমানবন্দরে সন্তান প্রসব!

বিমানবন্দরে সন্তান প্রসব

বিমানবন্দরে সন্তান প্রসব!

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সংযুক্ত আবর আমিরাতের দুবাই বিমানবন্দরে সন্তান প্রসব করেন ওই ভারতীয় নারী। বর্তমানে সেই মা ও নবজাতক হাসপাতালে সুস্থ আছেন। খবর এনডিটিভির।

শনিবার (২০ এপ্রিল) দুবাই বিমানবন্দরের দুই নাম্বার টার্মিনালে ঘটনাটি ঘটে।

এনডিটিভির খবরে বলা হয়, টার্মিনাল-২ তে মানুষের জটলা দেখে সেখানে যান বিমানবন্দরের নারী নিরাপত্তা পরিদর্শক হান্নান হুসেইন মোহাম্মদ। তিনি বুঝতে পারেন কেউ একজন বিপদে পড়েছেন আর তাকে সাহায্য করার চেষ্টা করছেন অন্যরা। তিনি গিয়ে পুরো ঘটনা দেখতে পেলে জরুরিভিত্তিতে ওই নারীকে পরিদর্শকদের কক্ষে নিয়ে যান। সেই কক্ষে তার সাহায্যেই সেই ভারতীয় নারী সন্তান প্রসব করেন।

কিন্তু নবজাতক শ্বাস-প্রশ্বাস নিচ্ছে না দেখে দ্রুত হাসপাতালে নিয়ে যান তিনি। তবে মা ও তার সন্তান এখন সুস্থ।

যাত্রীকে সর্বাত্মক সেবা দেওয়ায় ওই নারী পরিদর্শককে পুরস্কৃত করেন দুবাই পুলিশের বিমানবন্দর নিরাপত্তা বিষয়ক শাখার মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলি আতিক।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর