প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম বলেছেন, ভারতে বাংলাদেশের যে টেলিভিশন চ্যানেলগুলি বন্ধ করেছে সেটা খুবই দুর্ভাগ্যজনক। তিনি বলেন, জোরে কথা বলা, নাটক তৈরি করাই তাদের কাজ। আজ শনিবার (১০ মে) বিকেলে যশোরের কেশবপুর উপজেলার পাথরা পল্লী উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানের আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ভারতীয় চ্যানেল বন্ধের ব্যাপারে প্রেস সচিব বলেন, গণমাধ্যমগুলো বিনোদনের মাধ্যমে পরিণত হয়েছে। সেখানে কোনো দায়িত্বশীল সাংবাদিকতা নেই। এখন দেখার বিষয় তাদের দায়িত্বশীল মিডিয়াগুলো আসলে কতটা ভালো সাংবাদিকতা করছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক, বাসস এর বিশেষ প্রতিনিধি ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এসএম রাশিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক...
জোরে কথা বলা, নাটক তৈরি করা ভারতীয় গণমাধ্যমগুলোর কাজ
যশোর প্রতিনিধি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় তীব্র ঝড়ের আভাস
অনলাইন ডেস্ক

তীব্র গরমের মধ্যে দেশের ছয় জেলার ওপর দিয়ে ঝড় বয়ে যাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (১০ মে) বিকেলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানায়। এতে বলা হয়, শরীয়তপুর, চাঁদপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ ও কুমিল্লা জেলার কিছু স্থানে সন্ধ্যা ৬ টার মধ্যে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা তার অধিক গতিবেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এদিকে, রোববার সকাল ৯টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ ছাড়া ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও বরিশাল বিভাগসহ রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম ও মৌলভীবাজার জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। news24bd.tv/NS...
বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের ১৪ দফা দাবি, আন্দোলনের হুঁশিয়ারি
নিজস্ব প্রতিবেদক

বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম গত ৮ মে অনুষ্ঠিত তাদের ৩য় নির্বাহী সভায় সরকার, জনপ্রশাসন এবং প্রশাসনের নীতি-বিধি সংশ্লিষ্ট নানা ইস্যুতে ১৪ দফা দাবি উত্থাপন করেছে। সভায় সরকারি সচিবদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ, চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল, বিতর্কিত পদোন্নতি প্রক্রিয়া রিভিউসহ বিভিন্ন আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হয়। ১২ মে জনপ্রশাসন মন্ত্রণালয় ঘেরাও এবং ১৫ মে কালো পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি হুঁশিয়ারি দিয়েছে, দাবি মানা না হলে আরও কঠোর আন্দোলনের পথে যাবে তারা। শনিবার (১০ মে) ফোরামের সভাপতি এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে সভায় গ্রহীত সিদ্ধান্ত গুলো তুলে ধরা হয়। সিদ্ধান্তগুলো হলো- ১. সরকার, বিভিন্ন কমিশন/সংস্কার কমিশন এবং জনপ্রশাসনের বিভিন্ন পর্যায়ের নিয়োগ/প্রদায়নকৃত বিদেশী নাগরিকদের নিয়োগ/পদায়ন বাতিল চেয়ে...
ঢাকায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪০.১ ডিগ্রি সেলসিয়াস
অনলাইন ডেস্ক

প্রচণ্ড তাপদাহে বিপর্যস্ত নগরজীবন। হু হু করে বাড়ছে দেশের তাপমাত্রা। আজ শনিবার (১০ মে) ঢাকায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪০.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। অন্যদিকে, দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৪২ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা ৩৮-৩৯.৯ ডিগ্রি হলে সেটাকে মাঝারি তাপপ্রবাহ ধরা হয়। ৪০ থেকে ৪২ ডিগ্রি তীব্র তাপপ্রবাহ ধরা হয়। শুক্রবার (৯ মে) দেশে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১.২ ডিগ্রি সেলসিয়াস চুয়াডাঙ্গায়। এদিকে গত তিনদিন থেকেই দেশে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। কোথাও মাঝারি, কোথাও মৃদু আবার কোথাও কোথাও তাপপ্রবাহ তীব্র আকার ধারণ করছে। শুক্রবার আবহাওয়া অফিস জানিয়েছে, ৭২ ঘণ্টার মধ্যে দেশের কোথাও কোথাও তীব্র তাপপ্রবাহ বইতে পারে। তাপমাত্রার এ উর্ধ্বগতি রোববারও (১১ মে) থাকতে পারে। তবে আশার খবর হলো রোববার দেশের বিভিন্ন...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর