কবিরহাটে ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড

প্রতীকী ছবি

কবিরহাটে ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কবিরহাট উপজেলায় ধর্ষণের ঘটনায় মো. সবুজ নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।  

আজ বুধবার বিকেলে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোহাম্মদ সামস্উদ্দীন খালেদ এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত সবুজ ওই উপজেলার সুন্দলপুর গ্রামের নূর নবীর ছেলে। রায়ে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ছাড়াও ২৫হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছর সশ্রম কারাদণ্ডাদেশ দেন।

এ সময় আসামি উপস্থিত ছিলেন।

জানা যায়, আসামি সবুজ ২০০৮ সালে উত্তর লামছি গ্রামের এক কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে। এক পর্যায়ে মেয়েটি একটি কন্যা সন্তানের জন্ম দেন। জন্ম নেয়া সন্তানের পিতৃ পরিচয়ের দাবি জানালে সবুজ তা অস্বীকার করে।

 

পরে সন্তানের পিতৃ পরিচয় ও ধর্ষণের অভিযোগ এনে ভুক্তভোগীর পিতা সবুজকে আসামি করে আদালতে মামলা দায়ের করে।

আদালতের নির্দেশে ওই শিশু ও সবুজের ডিএনএ পরীক্ষা করা হয়। দীর্ঘ শুনানী শেষে আজ আদালত এই রায় প্রদান করেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর বিশেষ পিপি মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এ রায়ে বাদী পক্ষ সন্তুষ্ট।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর