'দলই ঠিক করবে আওয়ামী লীগের পরবর্তী নেতা কে হবে'

ছবি সংগৃহীত

'দলই ঠিক করবে আওয়ামী লীগের পরবর্তী নেতা কে হবে'

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ গণতান্ত্রিক দল। এখানে নেতৃত্ব গঠন হয় গণতান্ত্রিকভাবে। সুতরাং আমি এসব নিয়ে ভাবছি না। আমি এক সময় অবসরে যাব।

তখন দলে নতুন নেতৃত্ব আসবে। তবে আমার পরে কে আসবেন, তা দলই ঠিক করবে। সেটা আমি ঠিক করব না।

আজ শুক্রবার বিকেলে গণভবনে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

 

গত ২১ এপ্রিল থেকে তিন দিনের ব্রুনাই সফর নিয়ে প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন করেন।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগকে তৃণমূল থেকে সম্মেলনের মাধ্যমে ঢেলে সাজাতে হবে। কিন্তু একেকটি সম্মেলন আয়োজন করতে অনেক খরচাপাতি হয়। আয়োজনের ব্যাপার আছে। সামনে সম্মেলন হবে। সেখানেই নেতৃত্ব ঠিক হবে। কেউ আসে, কেউ চলে যায়, রাজনীতিতে এটা হয়।

শেখ হাসিনা বলেন, তৃণমূল থেকে শুরু করে দলের সবকিছু ডাটাবেজ করা হবে। যাতে আমি অবসর নিয়ে টুঙ্গিপাড়ায় চলে গেলেও সুইচ টিপে সব তথ্য পেতে পারি।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর